Saturday, June 20, 2015


Image result for Mark Zuckerberg
Mark Zuckerberg,ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং CEO।
জন্ম:১৪ই মে,১৯৮৪
জন্মস্থান-Dobbs Ferry,New York
স্কুল জীবন-Philips exeter academy,Ardsley high school
কলেজ-Harvard university
ছোট্টসময় থেকেই প্রযুক্তির প্রতি ঝোঁক ছিল জুকারবার্গের।স্কুলে পড়ার সময় বানিয়েছিলেন তার বাবার কাজের জুকারবার্গ নেট নামের একটি সফটওয়্যার।
কলেজে পড়ার সময় হার্ভাড ভার্সিটির ছাত্রদের জন্য তৈরি করেন ফেসবুক।ফেসবুক ডেভেলপ করার সময় মার্ক--
মার্ক ভাইয়ের আরও কিছু ছবি--

মার্ক ভাইয়ের গ্রিল বানানোর মেশিন এবং পোষা কুকুর-
দেখেন কুকুরটা মার্ক ভাইয়ের কত্ত প্রিয়।
ওবামার সাথে কিছুদিন আগে ডিনার করেছিল মার্ক ভাই।তার ছবি।
বলেন তো এই মেয়েটা কে??
আরে আসল কথা তো বলতেই ভুলে গেছি।মার্ক ভাই গতকাল ১৯ মে বিয়ে করেছেন।বউয়ের নাম প্রিসিলা চ্যান।কংগ্রাচুলেশন টু মার্ক ভাই।চ্যান এবং মার্ক ভাইয়ের বিয়ের সময়ের
ছবি।
মার্ক জুকারবার্গ,প্রিসিলা চ্যান এবং মার্ক ভাইয়ের কুকুরটা

মার্ক ভাইয়ের বউ চাইনিজ।শ্বশুরবাড়ির সবার সাথে কথা বলার জন্য তিনি চাইনিজ ভাষাও শিখে ফেলছেন।তার ফেবু স্ট্যাটাস-
In 2010, my personal challenge was to learn Mandarin. I have always been interested in Chinese culture and learning a language is a great way to learn about a culture. Learning a language is also a good intellectual challenge and Mandarin is a particularly difficult language for English-speakers. I have had a hard time learning languages in the past, so this seemed like a particularly good challenge. Finally, some members of my girlfriend's family only speak Chinese and I wanted to be able to talk to them.
মার্ক জুকারবার্গ প্রায় নিরামিষভোজী।তার একটি ফেবু স্ট্যাটাস-
My 2011 challenge is to become a vegetarian and only eat meat if I kill the animal myself. The reason for this is that I feel lucky for having such a great life. I like eating meat and before this year I ate it almost every day. In order to practice thankfulness, I want to be more connected to the food I eat and the animals that give their lives so I can eat them.
জুকারবার্গের ফেসবুক আইডিতে গেলে আরও বিস্তারিত জানতে পারবেন।তার ফেসবুক আইডির লিঙ্ক-
http://www.facebook.com/zuck
প্রিসিলা চ্যান এর ফেসবুক আইডি-http://www.facebook.com/priscilla

প্রিসিলা চ্যানকে মেসেজ পাঠানো যায়।আপনারা  চ্যানকে উইস করতে পারেন।আমি করলাম-


বিজ্ঞাপনের জন্য বরাদ্দ স্থান বিজ্ঞাপন বুকিং এর জন্য এখনই ফোন করুন ০১৭১৯২০২০১৯ নম্বরে

Image result for Fathers of Homoeopathy১৭৫৫ সাল এপ্রিলের মধ্যরাতে জার্মানের মিসেন শহরে দরিদ্র পরিবারে জন্মায় এক শিশু। তখনও কেউ কল্পনা করতে পারেনি এই শিশুই একদিন হয়ে উঠবে আধুনিক চিকিৎসাবিজ্ঞান জগতে এক নতুন ধারার জন্মদাতা।



শিশুটির নাম দেওয়া হয় ক্রিশ্চিয়ান ফ্রেড্রিক স্যামুয়েল হানিম্যান ।
হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার জন্মদাতা বলা হয় হানিম্যানকে। হানিম্যান ছিলেন চার ভাইবোনের মধ্যে তৃতীয়। পিতামাতার প্রথম পুত্র সন্তান। বাবা গডফ্রিড ছিলেন চিত্রকর। তাই বাবার আশা ছিল হানিম্যান বড় হয়ে উঠলে তারই সাথে ছবি আঁকার কাজ করবে।
বাবাকে সহযোগিতা করে পরিবারের দরিদ্র অবস্থার উন্নতি করবে। কিন্তু হানিম্যান-এর আগ্রহ পড়াশোনায়। সে স্কুলে যেতে চায়। বারো বছর বয়সে হানিম্যান ভর্তি হলেন স্থানীয় টাউন স্কুলে। অল্পদিনের মধ্যেই তার অসাধারণ মেধার পরিচয় পেয়ে মুগ্ধ তার স্কুলের শিক্ষকরা।
টাউন স্কুলে শিক্ষা শেষ করে হানিম্যান ভর্তি হলেন প্রিন্সেস স্কুলে।
এদিকে সংসারে অভাব ক্রমশ বেড়েই চলছে। বাবা গডফ্রিডের পক্ষে সংসার চালানো সম্ভব হচ্ছিল না। নিরুপায় হয়ে ছেলে হানিম্যানকেও কাজে লাগিয়ে দিতে হলো। একটি মুদি দোকানে হানিম্যান কাজ শুরু করলেন। স্কুল কর্তৃপক্ষ এই ঘটনায় খুবই হতাশ হলেন।
মেধাবী হানিম্যানের পড়া বন্ধ হোক এটা তারা চাচ্ছিলেন না। তাই তার পড়াশোনার সব খরচ স্কুল কর্তৃপক্ষ মওকুফ করে দিল। শুরু হয় আবার পড়াশোনা। যথাসময়ে স্কুলের শেষ পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের সাথে পাশ করেন হানিম্যান ।

পিতার অমতেই লিপজিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার জন্য বেরিয়ে পড়েন। হানিম্যানের ইচ্ছে ছিল চিকিৎসাশাস্ত্রে অধ্যয়ন করবেন। তখন কোন ডাক্তারের অধীনে থেকে কাজ শিখতে হত। লিপজিকে কোন ভালো হাসপাতাল ছিল না। তিনি ভিয়েনাতে ডাক্তার ফন কোয়ারিনের কাছে কাজ করার সুযোগ পেলেন। তখন তার বয়স মাত্র বাইশ বছর।

এরই মধ্যে তিনি গ্রিক, ল্যাটিন ইংরেজি, ইতালিয়ান, হিব্রু, আরবি, স্প্যানিশ এবং জার্মান ভাষায় যথেষ্ট পাণ্ডিত্য অর্জন করেন। এবার ভাষাতত্ত্ব ছেড়ে শুরু হলো চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন। হাতে কিছু অর্থ সঞ্চয় হতেই তিনি ভর্তি হলেন আরলাংগেন বিশ্ববিদ্যালয়ে। এখান থেকেই ২৪ বছর বয়সে ‘ডক্টর অব মেডিসিন’ উপাধি অর্জন করেন।

ডাক্তারি পাশ করে এক বছর প্র্যাকটিস করার পর তিনি জার্মানির এক হাসপাতালে চাকরি পেলেন। কিন্তু হানিমানের আগ্রহ পৃথিবীর বিভিন্ন বিষয়ে। চিকিৎসা নিয়েই তিনি পড়ে নেই। হুট করেই তিনি বিভিন্ন বই অনুবাদ করা শুরু করলেন। এক পর্যায়ে চাকরি ছেড়ে দিয়ে তিনি অনুবাদক হয়ে উঠলেন।
একবার এডিনবরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার কালেনের একটি বই অ্যালোপ্যাথিক মেটেরিয়া মেডিকা বইটি ইংরেজি থেকে জার্মান ভাষায় অনুবাদ শুরু করেন। সেখানে একটি অধ্যায়ে দেখতে পেলেন ম্যালেরিয়া জ্বরের ঔষধ কুইনাইন যদি কোনো সুস্থ ব্যক্তির শরীরে প্রয়োগ করা যায় তবে অল্পদিনের মধ্যেই তার শরীরে ম্যালেরিয়ার লক্ষণ প্রকাশ পাবে।

কালেনের বই থেকে পাওয়া এই বক্তব্যটি হানিম্যানের চিন্তার জগতে নাড়া দিল। তিনি পরীক্ষা শুরু করলেন। প্রতিদিন ৪ ড্রাম করে দুবার সিঙ্কোনার(চায়না) রস খেতে থাকলেন। তিন চারদিন পর লক্ষ্য করলেন সত্যিই সত্যিই তিনি ম্যালিরিয়াতে আক্রান্ত হলেন। এরপর পরিবারের প্রত্যেকের উপর এই পরীক্ষা করলেন। প্রতিবারই একই ফলাফল পেলেন। এরপর থেকে মনে প্রশ্ন জাগলো।
এতদিন চিকিৎসকদের ধারণা ছিল মানুষের দেহে অসুস্থ অবস্থায় যে সব লক্ষণ প্রকাশ পায় তার বিপরীত ক্রিয়াশক্তি সম্পন্ন ঔষধেই রোগ আরোগ্য হয়। এই প্রচলিত মতের বিরুদ্ধে শুরু হল তার গবেষণা।

গোটার ডিউক মানসিক রোগের চিকিৎসালয় খোলার জন্য তার বাগানবাড়িটি হানিম্যানকে ছেড়ে দিলেন। ১৭৯৩ সালে হানিম্যান এখানে হাসপাতাল গড়ে তুললেন। এবং একাধিক মানসিক
রোগীকে সুস্থ করে তোলেন। দীর্ঘ ছয় বছরের অক্লান্ত গবেষণার পর তিনি সিদ্ধান্তে এলেন যথার্থই সদৃশকে সদৃশ আরোগ্য করে।

তার এই আবিষ্কার ১৭৯৬ সালে সে যুগের একটি বিখ্যাত পত্রিকায় প্রকাশিত হয়। প্রবন্ধটির নাম দেওয়া হলো ( An essay on a new Principle for Ascertaining the curative Powers of Drugs and some Examination of the previous principle.) এই প্রবন্ধের মাধ্যমে আধুনিক হোমিওপ্যাথিক চিকিৎসার ভিত্তি পত্তন করলেন হানিম্যান- সেই কারণে ১৭৯৬ সালকে বলা হয় হোমিওপ্যাথির জন্মবর্ষ।

হোমিওপ্যাথি শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিকশব্দ 'হোমোস' এবং 'প্যাথোস' থেকে। হানিম্যানের এই যুগান্তকারী প্রবন্ধ প্রকাশের সাথে সাথে চিকিৎসা জগতে প্রায় সবাই এই মতের বিরুদ্ধে মাঠে নেমে গেল।
তার বিরুদ্ধে পত্র পত্রিকায় তীব্র সমালোচনামূলক লেখা শুরু হলো। তাকে 'হাতুড়ে চিকিৎসক' উপাধি দেওয়া হলো।
নিজের আবিষ্কৃত সত্যের প্রতি তার এতখানি অবিচল আস্থা ছিল, কোনো সমালোচনাতেই তিনি সামান্যতম বিচলিত হলেন না। তার পড়াশোনা আরও বাড়তে থাকে। গবেষণাও চলতে থাকে।

পরে ১৮০৫ সালে ল্যাটিন ভাষায় প্রকাশ করলেন ২৭টি ঔষধের বিবরণ সংক্রান্ত বই। এই বইটি প্রথম হোমিওপ্যাথিক মেটিরিয়া মেডিকা বা ভেষজ লক্ষণ সংগ্রহ। এরপর থেকেই তিনি হোমিওপ্যাথিক চিকিৎসা আরম্ভ করেন।

লিপজিগ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক হানিম্যানের চিন্তাধারায় আকৃষ্ট হয়ে তাকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক করতে চাইলেন। কিন্তু শিক্ষকদের একাংশ এতে বাধা দিল। কিন্তু তাদের বাধা সত্ত্বেও হানিম্যান সুযোগ পেলেন। এবং একটি বক্তৃতা দিলেন। তার বক্তৃতা শুনে দলে দলে শিক্ষার্থীরা তার মতের সঙ্গে একাত্ম হলো। কৌতূহলীও হয়ে উঠলো।

এ সময় ফরাসি সম্রাট নেপোলিয়ানের সেনাবাহিনী রাশিয়ার সাথে যুদ্ধে পরাজিত হয়ে দেশে প্রত্যাবর্তন করছিল। তাদের মধ্যে বহু সংখ্যক সৈন্য টাইফাস রোগে আক্রান্ত। কোনো চিকিৎসাই কাজে দিচ্ছে না। সেই সময় ডাকা হলো হানিম্যানকে। তিনি বিরাট সংখ্যক সৈন্যকে অল্পদিনের মধ্যেই সুস্থ করে তোলেন। এতে তার নাম ছড়িয়ে যেতে শুরু করলো। তারপরও নিজের দেশে সংগ্রাম করেই কাজ করতে হতো হানিম্যানকে।

কিন্তু তার জীবনের মোড় ঘুরে শেষ বয়সে। ১৮৩৪ সালে এক সুন্দরী নারী মাদাম মেলানি চর্মরোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য আসেন হানিমানের কাছে। মেলানি ছিলেন ফ্রান্সের প্রাক্তন রাষ্ট্রপতির পালিত কন্যা। হানিমানের সাথে সাক্ষাতের সময় তার বয়স ছিল ৩৫. মেলানি ছিলেন শিল্পী-কবি। বয়সের বিরাট ব্যবধান থাকা সত্ত্বেও দুজনের মধ্যে গড়ে উঠলো প্রেমের সম্পর্ক। বিয়েও হলো। মেলানি ফ্রান্স নিয়ে গেলেন হানিম্যানকে। সেখানেই প্রথম সরকারিভাবে হানিম্যান ডাক্তারি পেশা শুরু করেন।
জীবনের শেষ সময়ে এসে হানিম্যান পেলেন সব সংগ্রামের পুরস্কার, খ্যাতি, অর্থ।

৮৮ বছর বয়সে ১৮৪৩ সালে পৃথিবীর মায়া ত্যাগ করে চিরবিদায় নেন যুগান্তকারী এই মহান মানুষটি অর্থাৎ হোমিওপ্যাথির জনক হানিম্যান
উনার নাম হয়ত অনেকের কাছেই অজানা। কিন্তু উনার কোম্পানি এর কথা আশা করি সবাই শুনে থাকবেন।জি হা, আমি বস এর কথা বলতেছি। এদের তৈরি স্পিকার, হেডফোন, কার অডিও এর কথা কে না জানেন। জুলাই এর ১২ তারিখ উনি পৃথিবীর মায়া কাটিয়ে চলে যান পরপারে। উনি ছিলেন একাধারে বস এর ফাওন্ডার, টেকনিক্যাল ডিরেক্টর, চেয়ারম্যান এবং শিক্ষক।
১৯২৯ সালে অ্যামেরিকার ফিলাডেলফিয়া তে উনার জন্ম। মা ছিলেন একজন অ্যামেরিকান। কিন্তু বাবা ছিলেন বাঙালি , যার জন্ম ভারতের কলকাতা শহরে। উনি ছিলেন তৎকালীন ইন্ডীয়া ও বাংলার মুক্তিকামী, এর জন্যে উনাকে জেল ও খাটতে হয়েছিল। বস কলেজ শেষ করার পর অ্যামেরিকার সবচেয়ে নামি দামি ভার্সিটি এম।আই।টী। তে ভর্তি হন। গ্রাজুয়েশন করেন ইলেক্ট্রিক্যাল ইনজিনিয়ারিং এর উপর। এরপর তিনি গবেশনার খাতিরে ইন্ডিয়া, নেদারলেন্ড সহ বিভিন্ন দেশ ভ্রমন করেন এবং পরে একই বিষয় এর উপর পি।এইচ।ডি করেন।
তিনি এম।আই।টি তেই শিক্ষক হিসেবে যোগ দেন এবং পরে প্রফেসর হন। ১৯৫৬ সালের এক গ্রীষ্মে তিনি একটি উচ্চ মানের স্টেরিও সিস্টেম কিনেন এবং খুবি হতাশ হন। তিনি বলেন, এটার টেকনিক্যাল স্পেসিফিকেশন অনুযায়ী এটা তেমন একটা পারফর্মেন্স দিতে পারছে না। সংগীত উপভোগ করা যায় তখনই যখন মনে হয় শিল্পী আমার সামনে লাইভ পারফরমেন্স করছেন। এরপর তিনি গবেষণা শুরু করেন। দীর্ঘ ১০ বছর গবেষণার পর তিনি ১৯৬৬ সালে বস কোম্পানি প্রতিষ্ঠা করেন। এরপর তিনি আজীবন অক্লান্ত পরিস্রম করেন সাউন্ড এর পিছনে। তিনি সাইকো অ্যাকাস্টিক নিয়ে বছরের পর বছর গবেষণা করেন।তার  বহু পেটেন্ট আছে। এর অনেক পেটেন্টই আজ সনি, কেনউড, পক অডিও এর মত কোম্পানি ব্যবহার করছে। আর বস এর স্পিকার এর কথা না হয় নাই বা বললাম। সারা দুনিয়া তে বস এর অডিও সিস্টেম এর খ্যতি এর কথা সবাই জানে। আপনারা কি জানেন? বস কিন্তু প্রাইভেট কোম্পানি। বস বলেন, শুধুমাত্র এই কারনেই তিনি সুদূরপ্রসারী গবেষণা করতে পেরেছেন অডিও এর উপর। তিনি বলেছেন, " আমি যেভাবে কাজ করে তাতে আমি কোন কোম্পানিই আমাকে চাকরিতে রাখত না। আমি টাকা কামানোর জন্যে কোম্পানি খুলিনি, আমি এমন কিছু করতে চেয়েছি যা এর আগে কেউ কখনো করেনি।"
১৯৫৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত সুদীর্ঘ ৪৫ বছর তিনি এম।আই।টি তে শিখকতা করেন। ২০১১ সালে তিনি তার কোম্পানির বেশিরভাগ শেয়ার এম।আই।টি তে দান করেন। অডিও প্রযুক্তির পাইওনিয়ার এই বিজ্ঞানী ২০১৩ সালের ১২ই জুলাই মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। পৃথিবীর অনেক নামি দামী জায়গায় বস এর সাউন্ড সিস্টেম ব্যবহৃত হয়, তার মধহে সবচেয়ে উল্লেখযোগ্য হছহে, মুসলমানদের অত্তন্ত পবিত্র আর  প্রিয় মক্কা কাবা শরিফ(মসজিদ আল হারেম)।
আমি বাজি ধরে বলতে পারি অনেকেই এই বিখ্যাত ব্যক্তিটির কথা জানতেন না। আপনাদের কথা আর কি বলব, আমি নিজেই ত জানতাম না। নিজে কিছু জানলাম, ভাবলাম সবার সাথে শেয়ার করলে ভাল লাগবে। টিউনটি কষ্ট করে পরার জন্যে অসখ্য ধন্যবাদ।
প্রায় বেশির ভাগ মানুষই এই মহান গনিত বিদের নাম জানিনা।আর এই মহান গনিতবিদ হলেন এভারিস্ত গ্যালোয়া,যিনি একজনফরাসি গণিতবিদ। গ্যালোয়ার জন্ম ২৫অক্টোবর, ১৮১১। ১৪ বছর বয়সে গনিতের সাথে তার প্রথম পরিচয় ঘতে । তিনিই গ্রুপ থিউরির জনক । তাঁর কশির কাছে লেখা একটি চিঠিতে  তিনি প্রমাণ  করেন যে, পঞ্চম বা তার বেশি মাত্রার পলিনমিয়ালের সাধারণ সমাধান মূলকের মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়। আবিষ্কারটি যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তিনি যে উপায়ে প্রমাণ করেন সেই উপায়টি। যেদিন প্রথম ক্লাশে গনিত পড়ানো হয়, তার মধ্যে যেন একটা বিপর্যয় ঘটে যায় । তিনি গনিতে এতই মজে ছিলেন যে, অন্য সব কিছু পড়া একেবারে ছেড়ে দিলেন। সব কিছুতে খুব খারাপ করতে লাগলেন । আগে তেমন খারাপ ছাত্র ছিলেন না, ল্যাটিন ভাষায় দক্ষতার জন্য পুরস্কারও পেয়েছিলেন , কিন্তু এখন অন্য বিষয় গুলোতে তার পাশ করার বেশ কঠিন হয়ে গেল। গনিত চর্চায় এতই এগিয়েছিলেন ,যে তার হঠাত মনে হওয়া শুরু হল, যে তাকে গনিতে  শেখানর মত স্কুলের শিক্ষকদের কাছে আর অবশিষ্ট কিছুই নেয় । ফলে নিজেই নিজের মত বই কিনে গনিত চর্চা শুরু করলেন । কিন্তু এইবার ভিন্ন সমস্যা শুরু হল। গ্যালোয়া যেই পরিমানে গনিত বুঝেন , তত গনিত আসলেও তার শিক্ষকরাও বুঝতেন না । ফলে পরিক্ষার খাতায় গ্যালোয়া যা উত্তর করেন তার কিছুই তাদের বোধগম্য হত না । এবার গ্যালোয়া গনিতেও খারাপ করা শুরু করলেন। ১৮২৮ সালে তিনি École Polytechnique  নামক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিলেন। এটা ছিলো গনিতের জন্য ততকালীন ফ্রান্সের সবচেয়ে ভালো প্রতিষ্ঠান । এরই মধ্যে তিনি পড়ে ফেলেছেন Adrien Marie Legendre' এর Éléments de Géométrie, Joseph Louis Lagrangeএর Réflexions sur la résolution algébrique des équations (এটি পরবর্তিতে তাকে ইকুয়েশন থিওরীতে কাজ করতে আগ্রহী করে তোলে), Leçons sur le calcul des fonctions ইত্যাদি । কিন্তু মৌখিক পরিক্ষায় গিয়ে তিনি পরীক্ষকদের কোন প্রশ্নের উত্তরেই সন্তুষ্ট করতে পারলেন না । আসলে তিনি তাদেরকে উত্তর এমন অল্পকথায় ব্যাখ্যা ছাড়া দিয়েছিলেন যে কেউ তা বুঝতে পারে নি । ফলে তিনি École Polytechnique তে ভর্তি হতে ব্যর্থ হন। পরে তিনি অপেক্ষাকৃত নিম্ন র‍্যাংকিং এর বিশ্ববিদ্যালয় 'École préparatoire তে ভর্তি হন সেই বছর। স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ব্যর্থ গ্যালোয়া তার সমস্ত জিদ যেন ঢেলে দেন গনিতের উপরে । তুমুল উৎসাহে মেতে ওঠেন ত্রিঘাত, চতুর্ঘাত আর পঞ্চঘাত সমীকরনে । ১৮২৯ সালে তার প্রথম গবেষনা পত্র প্রকাশ হয় Annales de mathematiquesএ continuous fraction এর উপরে । অনেক পরিস্রম করে ২ টি রিসার্চ পেপার তৈরি করে জমা দেন Academy of Sciencesএ । তখন Academy of Sciences. এর প্রধান ছিলেন বিখ্যাত গনিতবিদ Augustin Louis Cauchy । পেপার দুটির জন্য তিনি নিজেই সুপারিশ করেছিলেন।কিন্তু পেপার গুলো তেমন সাজানো ছিলনা।তাই তিনি গ্যালোয়ার কাছে পেপার দুটি ফেরত পাঠান পুনর্বিন্যাস ও ভালোভাবে ব্যাখ্যা করে লেখার জন্য । বছর ঘুরতেই(১৮২৯) রাজনৈতিক ষড়যন্ত্রের  শিকার হয়ে গ্যালোয়ার বাবা আত্মহত্যা করেন। পিতার মৃতদেহ  সতকার করে গ্যালোয়া প্যারিস ফিরলেন,পরে পেপার দুটোর কাজ শেষ করে তার পেপার দুটি জমা দিলেন একাডেমির সেক্রেটারি স্যার জোসেফ ফুরিয়ারে কাছে । কিন্তু সেবার গ্যালোয়া পুরস্কার পান নি । পুরস্কার ঘোষনার কিছু দিন আগে ফুরিয়ার মারা যান এবং তার পেপার যে জমা হয়েছে এমন কোন ডকুমেন্টের অস্তিত্বই ছিল না । ফলে  রাজনৈতিক কারনে গ্যলয়ার পেপার গায়েব হয়েছে বলে তার সন্দেহ হল । এই সন্দেহ পুরোপুরি বাস্তবে প্রমানিত হল যখন তার পরে একাধিক গবেষনা পত্র একাডেমি অফ সায়েন্স ফেরত পাঠাল অযৌক্তিক ও অবোধ্য এর খোড়া যুক্তি দেখিয়ে (১৮৩০)। সে বছর গ্যালোয়া মোট ৩টি গবেষনা পত্র প্রকাশ করেন , যার মধ্যে একটি বিখ্যাত Galois theory এর ভিত্তি গরে দেয় , অন্য দুইটি ছিল আধুনিক উপায়ে সমিকরনের মুল নির্নয় সম্পর্কিত এবং নাম্বার থিওরি নিয়ে । শেষক্তটি বেশ গুরুত্ববাহি কারন finite field এর এর ধারনা প্রথম এখানে পাওয়া যায় । সে বছর গ্যালোয়া তার বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টরকে গালিগালাজ করে একটি প্রতিবেদন লেখেন । ডিরেক্টর ছিলেন প্রজাতন্ত্রের সমর্থক। সুতরাং তাকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয়া হয় । এর পর তিনি যেন পুরোই উচ্ছনে গেলেন । বছর ঘুরতেই(১৮৩১) মদ আর সন্ত্রাস তার নিত্যসঙ্গী। কখনও চাকু হাতে সম্রাটকে হত্যার হুমকি দিচ্ছেন খোলা রাস্তায়, তো পরক্ষনে গ্রেফতার। ছাড়া পেয়ে আবার নিষিদ্ধ ন্যাশ্নাল গার্ডের পোশাক পরে রাস্তায় বের হলে তার জেল হয়ে যায় । এক মাস পর গ্যালোয়া জেল থেকে ছাড়া পান । কিছুদিন পর তার প্রনয়ের খবর চাঊর হয়ে গেল। প্রয়সী স্টাফানি ফেলিসি । স্টাফানি এক বিখ্যাত ডাক্তারের মেয়ে, প্যারিসের এক সম্ভ্রান্ত বংশের ছেলে পেশ্চু ডি’হেরবিনভিল এর বাগদত্তা । পেশ্চু এই ঘটনায় খুব রেগে গেলেন। অপমানের জ্বালা সহ্য করতে না পেরে শুটিং ডুয়েলের চ্যালেঞ্জ দেন গ্যালোয়াকে । ডুয়েলের আগের রাতে(১৮৩২) নিজের মৃত্যু সম্পর্কে গ্যালোয়া এতই নিশ্চিত ছিলেন যে সারারাত জেগে তার থিওরেমগুলো লিখে ফেলেন। তার সে রাতের কাজের মধ্যে দিয়ে আলোর মুখ দেখে গ্রুপ থিওরি। সাথে একটি চিঠি লিখেন যে তার যদি পরদিন ডুয়েলে মৃত্যু হয় তাহলে যেন তার কাজগুলোকে ইউরোপের বড় বড় গনিতবিদদের কাছে পৌছে দেয়া হয়। পরদিন,৩০মে,১৮৩২, ডুয়েলে গ্যালোয়াকে নিখুত নিশানায় ভুলুন্ঠিত করে । ৩১মে মৃত্যু হয় মহান গনিতবিদ গ্যালোয়ার । কিন্তু মাত্র একরাতে গ্যালোয়া যা লিখছিলেন তার মর্ম উদ্ধার করতে গাউস,জ্যাকোবিদের অনেক গলদঘর্ম হতে হয়েছে । গ্যালোয়ার মৃত্যুর ১৪ বছর পর, ১৮৪৬ সালে লিউভিল সেই কাগজগুলো থেকে যে থিওরি উদ্ধার করেন তা তিনি গ্যালোয়ার থিওরি নামে প্রকাশ করেন । তার কাজের মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে গ্যালোয়া থিওরি এবং গ্রুপ থিওরি, যা কিনা Abstract Algebra এর দুটি প্রধান শাখা ।আর,এভাবেই রাজনীতির রোষানলে পরে মহান গনিতবিদ এভারিস্ত গ্যালোয়ার জিবনাসন ঘটে।
বিল গেট্স যে সব জায়গায় টাকা ফুরাতে রাজী নন
বিল গেট্স যে সব জায়গায় টাকা ফুরাতে রাজী নন
ব্যক্তিগত কিছু ব্যয়ের বেলায় বেশ উদার বিল গেট্স। বাড়ির পেছনে ৭ কোটি ৩০ লাখ ডলার ব্যয় করা এবং দামি গাড়ি পোর্শের পেছনে ৩ লাখ ৮০ হাজার ডলার ঢেলে দেয়া কোনো ব্যাপার নয় বিল গেট্স এর কাছে। কিন্তু ব্যবসার ক্ষেত্রে ব্যবহার্য জিনিসে তার হাতের তালু ফসকে টাকা বের হয়ে যাওয়া সহজ ব্যাপার নয়। বিল গেট্স প্রচুর টাকার মালিক হওয়া সত্ত্বেও বহু বছর ধরে সাধারণ বিমানে ভ্রমণ করেছেন।
বিল গেট্স নিজের ও পরিবারের ব্যবহারের জন্য একটি কর্পোরেট জেট বিমান কেনেন ১৯৯৭ সালে। তবে এখনও ব্যবসার কাজে প্রায়ই বাণিজ্যিক বিমানে সাধারণ যাত্রীদের আসনে ভ্রমণ করেন বিল গেট্স। আর ব্যক্তিগত বিমানে যাতায়াত করলে, এর খরচের টাকা কখনও মাইক্রোসফট থেকে নেন না বিল গেট্স।
”এটা এক ভালো দৃষ্টান্ত। বিমানে সাধারণ শ্রেণীতে টাকা কম লাগে। আর সাধারণ শ্রেণীতে গেলে যা, প্রথম শ্রেণীতে বসে ভ্রমণ করলেও তাই। আমি যদি মোটাসোটা বা অনেক লম্বা হতাম, তাহলে হয়তো এই আসন নিয়ে চিন্তাভাবনা করতাম। তাছাড়া এখানে আরেকটা ব্যপার রয়েছে। প্রতিবছর প্রায় ১৪ সপ্তাহ বিমানে ভ্রশন করতে হয়ে আমাকে। মাঝেমধ্যে সাধারণ শ্রেণীর টিকিট থাকা সত্ত্বেও আমাকে প্রথম শ্রেণীতে ডাকা হয়। কখনও এমন সুযোগ পেলে ফিরিয়ে দিই না।”
বিমানে যখন রাতভর ভ্রমণ করতে হয়, বিল গেট্স তখন প্রায়ই পেছনে গিয়ে একসারি খালি আসন খুঁজে বেড়ান। পেয়ে গেলে তো তোফা! হাত-পা ছড়িয়ে আরামে ঘুমানো যায়।
বিল গেট্স যে সব জায়গায় টাকা ফুরাতে রাজী নন
বিল গেট্স যে সব জায়গায় টাকা ফুরাতে রাজী নন
বিল গেট্স বলেছেন, “এ সুযোগ পেলে প্রথম শ্রেণীর আসনের চেয়ে অনেক বেশি আরামে ভ্রমণ করা যায়।” 
১৯৯২ সালের ঘটনা, বিল গেট্স তখন রীতিমতো বিলিওনিয়ার। বিমানে করে যাওয়ার সময় তার ব্যক্তিগত সহকারি মেয়েটি জানাল, ঘেমে যাচ্ছে সে। তার একটু সাহাস্য প্রয়োজন। বিল গেট্স সঙ্গে সঙ্গে বললেন, ”আমি তোমাকে সাহায্য করার কে? রানী নাকি?”
সময়ের ব্যাপারে খুবই মিতব্যয়ী বিল গেট্স। মাইক্রোসফটের যাত্রালগ্ন থেকে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে আসছেন বিল গেট্স। এ কারণে তার চলাফেরায় সব সময় একটা ব্যস্ততা থাকেই। কখনও যদি তার বিমান সকাল ১০টায় ছাড়ার কথা থাকে, অফিস থেকে তিনি বেরোবেন ৯টা ৫০ মিনিটে। দ্রুতবেগে ছুটবেন বিমান বন্দরের দিকে। প্রায়ই এমন পরিস্থিতি হয়, বিমানের দরজা বন্ধ করার ঠিক পূর্ব মুহুর্তে গিয়ে হাজির হন বিল গেট্স। ঝুঁকি নেবেন, তবু আগে গিয়ে বসে থেকে সময় অপচয় করবেন না।
সময় বাঁচানো প্রসঙ্গে বিল গেট্স বলেছেন:
”যখন কোনো সভায় যোগ দিতে যাই, নির্দিষ্ট কিছু বিষয় থাকে মাথায়। কাজেই খুব বেশি কথা বলে সময় নষ্ট করতে হয় না। বিশেষ করে যে কলিগদের সম্পর্কে খুব ভালো করে জানি, তাদের সঙ্গে বৈঠকে সময় অপচয় হয় না। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে একটার পর একটা চ্যালেঞ্জ এসে দাঁড়াচ্ছে, কাজেই সময় নষ্ট করব কেন?”
মাইক্রোসফটের অন্যতম সেরা প্রোগ্রামার চালর্স সিমোনি বলেছেন, ”বিল গেট্স কখনও একটা জিনিস দুবার ব্যাখ্যা করেন না।”
বিল গেট্স বলেন:
”যেহেতু কাজ অনুযায়ী দৈনন্দিন জীবনে আমাদের হাতে যথেষ্ট সময় নেই, কাজেই দুটো কাজ একসঙ্গে করার চেষ্টা চালাচ্ছি আমরা। এই যেমন- একসঙ্গে প্যাডাল মেরে ব্যায়াম করা এবং পত্রিকা পড়া। দুটো কাজই নিখঁতভাবে করতে পারি। এটা একসঙ্গে একাধিক কাজ করার খুবই বাস্তববাদী কৌশল।”
বিল গেট্স বলেছেন, “এখন যেহেতু তার পরিবার রয়েছে, কাজেই রাতভর কাজ করা আর সম্ভব নয়। ঘুমানোর জন্য আলাদা বিশেষ কোনো সময় নেই তার। ফাঁক পেলে তাৎক্ষনণকভাবে ঘুমিয়ে ঝেড়ে ফেলেন ক্লান্তি।”
বিল গেট্স বলেছেন:
”যারা প্রতিদিন রাতে তিন-চার ঘন্টা করে ঘুমান, তাদের আমি ঈর্ষা করি। কারণ তারা কাজ করার প্রচুর সময় পান। বেশি করে শিখতে পারে। খেলতে পারে।”
বিল গেট্স এর কাজের ধরন সরাসরি এবং সাদাসিধা। কোম্পানির শুরু থেকে তিনি একভাবে কাজ করে আসছেন। সেকেলে রীতি অনুসরণ করে কোনো সেক্রেটারি রাখেন না বিল গেট্স। অবশ্য বিভিন্ন আয়োজনের জন্যে তার একজন অ্যাসিট্যান্ট বা সহকারি রয়েছে।
বিল গেট্স জানিয়েছেন :
”আমার যত ইলেকট্রনিক মেইল- সব সরাসরি চলে আসে। আমি নিজে এসব মেইলের উত্তর দিই। আমার সব মেমো এবং চিঠি নিজে টাইপ করি। আমার অফিসকক্ষের বাইরে যে প্রশাসনিক সহকারি বসেন, তার চেয়ে অনেক বেশি শব্দ টাইপ করি আমি।”
বিল গেট্স প্রতিদিন সময়টাকে ঠিকভাবে কাজে লাগাচ্ছেন কিনা, স্টিভ বলমার তা নিয়মিত পর্যবেক্ষণ করেন। এতে সঠিক বিষয়ে সিদ্ধান্ত নিতে সুবিধা হয় বিল গেট্স এর।
বিল গেট্স বলেছেন :
”কোম্পানির যেসব জিনিস থেকে আমি শতাংশ আয় হয়, সেসব জিনিসের প্রতি গভীরভাবে মন দিই আমি।”
সময় এবং টাকা বাঁচানোর ক্ষেত্রে বিল গেট্স এর মিতব্যয়ী স্বভাবটাই বেশি কাজ করে।
বিল গেট্স বলেছেন :
”একটা জিনিসকে ঠেলে একেবারে শেষপ্রান্ত পর্যন্ত নিয়ে যেতে পছন্দ করি আমি। এতে প্রায়ই উঁচুমানের কাজ পাওয়া যায়।”
সেই ২০০৪ সালের কথা। ২৭ বছরের যুবকটি এমআইটি থেকে মাত্র পড়াশোনা শেষ করে চাকুরীতে ঢুকেছেন। সারাদিন অফিস করেন- গবেষণা করেন। কিন্তু কেমন যেন একঘেয়েমি জীবন। বিয়ে করে বোস্টন শহরে ঘর বাঁধলেন। কিছুতেই পরিপূর্ণ স্বস্তি পাচ্ছেন না। সৃজনশীল মন শুধু ভেবেই চলে - নতুন কি করা যায়।
একদিন মামার মুখে শুনলেন মামাতো বোন নাদিয়া গণিতে নাকি খুব কাঁচা। গণিতপ্রেমী এই যুবক বোনের গণিতের দায়িত্ব নিজের কাঁধেই নিয়ে নিলেন। নাদিয়ের সঙ্গে কথা বলে বুঝতে পারলেন, অঙ্ক কষে সময় নষ্ট করার চেয়ে অন্য কাজে সময় ব্যয় করতেই ভালো লাগে নাদিয়ার। গণিতের প্রতি অনাগ্রহের আরেকটা কারণ পাঠদান প্রক্রিয়া। অনেক ভেবে ভেবে গণিত শেখানোর নতুন নতুন কৌশল বের করলেন তিনি। কিছুদিনের মধ্যে ফল দেখতে পেলেন । নাদিয়া গণিতে যথেষ্ট আগ্রহী হয়ে উঠেছে। দেখা গেল অন্য কাজ ফেলে সারাদিন গণিতেই নিবিষ্ট নাদিয়া। এরই মধ্যে মামা সপরিবারে অন্য শহরে চলে গেলেন। কিন্তু নাদিয়ার গণিত শিক্ষা থামল না। যুবকটি টেলিফোনে - ইয়াহু ডুডল সফটওয়্যারের মাধ্যমে পাঠদান চালাতে থাকলেন। বিদ্যালয়ে ভালো ফলাফল করা শুরু করল নাদিয়া। নাদিয়ার সঙ্গে তাঁর দুই ভাই আরমান ও আলীকেও পড়ানো শুরু করলেন। পুরো ব্যাপারটা করে যাচ্ছিলেন নেশার মত। কিন্তু হঠাত করে দেখলেন টাইম মিলছে না। তিনি হয়তো চাকুরী থেকে ফিরলেন, ভাইবোন সব ব্যস্ত অন্য কাজে। আবার একই পাঠ অনেক সময় একবারের বেশী দিতে হচ্ছে। ভেবে ভেবে নতুন সমাধান বের করলেন। ভিডিও তৈরি করলেন। আপলোড দিলেন ইউটিউবে। এর মাধ্যমে সহজেই নাদিয়া ও তার দুই ভাই বাড়ীতে বসেই গণিতের লেসন গুলো পেয়ে যাবে। কিছুদিন পর লক্ষ্য করলেন, শুধু তার ভাইবোন না অনেকেই তার ভিডিও দেখা শুরু করেছে। অল্পদিনের মধ্যে জনপ্রিয় হয়ে গেলেন তিনি। এই জনপ্রিয়তা এতই বাড়ল যে, এক পর্যায়ে তিনি এক দুঃসাহসীক সিদ্ধান্ত নিয়ে ফেললেন। নটা-পাঁচটার নিয়মিত চাকরী ছেড়ে দিয়ে অনলাইন ফ্রি টিউটোরিয়াল বানানোকেই ফুলটাইম কাজ হিসেবে নিয়ে নিলেন। নিয়মিত কিছুকিছু করে তৈরি করতে করতে আজ পর্যন্ত ১৮০০+ টিউটোরিয়াল একদম একাএকাই তৈরি করে ফেললেন। প্রতিষ্ঠা করলেন "খান একাডেমী"।
সালমান আমির খান
সালমান আমির খান
হ্যাঁ আমি খান একাডেমী এর প্রতিষ্ঠাতা সালমান আমির খানের কথাই বলছিলাম। ৩ ভাইবোনের জন্য তৈরি পাঠদানের পদ্ধতি আজ কেবল ইউটিউবেই ১৩ লক্ষ মানুষ সাবস্ক্রাইব করে নিয়মিত দেখছে। ২০১৩ এর মে মাস পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী খান একাডেমীর ভিডিওগুলো ইউটিউবে মোট ৩০ কোটিবার দেখা হয়ে গেছে। শুধু গণিত নয়,ইতিহাস, স্বাস্থ্যসেবা, চিকিৎসা, জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন, জ্যোতির্বিদ্যা, অর্থনীতি, ফিন্যান্স, ইত্যাদি বিষয়ের উপর ৪৫০০ এর বেশী মাইক্রো লেকচার বিনামূল্যে ইউটিউবে দেখা যাচ্ছে।
ভিডিওগুলির ব্যাপারে বলতে গেলে, প্রথমত কোন ঝকমকা এনিমেশন নাই, গ্রাফিক্সের বলিহারি নাই, দিব্যি কালো একটা স্ক্রীন তার মাঝে কিছুক্ষণ পরে পরে কাঁচা হাতে আঁকিবুকি হচ্ছে আর কেউ একজন ঘ্যানঘ্যান করে অডিওতে কথা বলছে। প্রশ্ন হল এইখানে ম্যাজিকটা কোথায়? একটু ফিরে যান আপনার ছোটবেলায় স্কুলের দিনগুলিতে। আমার বিশ্বাস প্রত্যেকেরই অভিজ্ঞতা আছে নিজের বড়ভাই, পাড়ার বড়ভাই বা পাশের বিল্ডিং এর ইউনিভার্সিটি পড়ুয়া যিনি আপনার পড়াশোনার প্রতি দৃষ্টিভঙ্গী বদলানো ও সমস্যা সমাধানের মৌলিক আগ্রহ জাগানোর জন্য অসাধারণ অবদান রেখেছেন। ভিডিওর ধরণটাও অনেকটা তেমনই। শুনলে মনেই হবেনা যে ক্লাস করছেন, মনে হবে এই সাধারণ একটা জিনিষ কেউ একজন আপনাকে বোঝানোর চেষ্টা করছে। যিনি বোঝাচ্ছেন, তিনি নিজেও আপনার চেয়ে মহা আঁতেল কেউ না, বরং ভাবখানা যেন আমিও গত সপ্তাহেই শিখেছি ব্যাপারটা, ভূলে যাবার আগেই তোমারে একটু শিখায়ে দেই। খুব সীমিত দৈর্ঘের (৩-৭ মিনিট) এই ভিডিওগুলোতে যেকোন বয়সের শিক্ষার্থীর জন্য একদম ডুবে যাওয়াই স্বাভাবিক। তাই টের পাবার আগেই দেখা যাচ্ছে উল্লেখিত ক্লাসের বিষয়টি শিক্ষার্থী শিখে ফেলছে। আর এই অদ্ভূত অভিজ্ঞতা একজন, দুইজন না বরং আমেরিকা ও সারা বিশ্বের লক্ষ লক্ষ শিক্ষার্থীর এখন। উঁচু বেতনের অফিস ফেলে গোঁয়ারের মত লেগে থাকার ফলে সালমান খান বর্তমানে আমেরিকার সবচেয়ে জনপ্রিয় শিক্ষকদের মধ্যে একজন প্লাস রীতিমত সেলিব্রিটি।
TED এ সালমান খানের বক্তব্য দেখুনঃ
ভাবতে ভালো লাগে এই মহান শিক্ষকের বাবা আমাদের দেশের বরিশালেরই মানুষ। বাবা ফখরুল আমিন খান পেশায় ছিলেন একজন চিকিৎসক। দাদা আবদুুল ওয়াহাব ছিলেন ১৯৫৫ সালে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার। সালমানের বাবা বিয়ের পর পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানেই ১৯৭৭ সালে লুইজিয়ানার নিউ অরলিন্স শহরে সালমান জন্মগ্রহণ করেন, সেখানেই তাঁর বেড়ে ওঠা। মেধাবী সালমান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব আইটি (এমআইটি) থেকে গণিত এবং তড়িৎকৌশল ও কম্পিউটার—এ দুই বিষয়ের ওপর স্নাতক করেন। একই
বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎকৌশলের ওপর স্নাতকোত্তর সম্পন্ন করেন সালমান। অতঃপর এমবিএ করেন হার্ভার্ড বিজনেস স্কুল থেকে।
খান একাডেমী প্রতিষ্ঠার সময় যখন সালমানের বন্ধুদের সামনে তিনি পুরো পরিকল্পনাটি উপস্থাপন করেছিলেন, তখন প্রথম যে প্রশ্নটির সম্মুখীন হয়েছিলেন তা হলো, এই সাইট থেকে তিনি কীভাবে অর্থ উপার্জন করবেন। উত্তরে দৃঢ়প্রত্যয় নিয়ে তিনি বলেছিলেন, এর থেকে আয় করার প্রয়োজন নেই তাঁর। সালমানের মতে, খান একাডেমির উদ্দেশ্য হচ্ছে, সবাইকে বিভিন্ন বিষয়ের মৌলিক সব ধারণা পেতে সহায়তা করা। তিনি ইচ্ছে করলেই তাঁর ভিডিওগুলো কিংবা সম্পূর্ণ প্রক্রিয়াকে কোনো প্রতিষ্ঠানের কাছে চড়া মূল্যে বিক্রি করে দিতে পারতেন, একাধিকবার এমন প্রস্তাবও পেয়েছিলেন তিনি। কিন্তু না, তিনি সে পথে হাঁটেননি। জ্ঞানকে ব্যবসার পুঁজিতে পরিণত না করে তিনি বিনা মূল্যে ছড়িয়ে দিচ্ছেন সারা পৃথিবীতে, শিশু থেকে বৃদ্ধ—জ্ঞানপিপাসী সব মানুষের মাঝে। ভালো কাজের জন্য অর্থ কোন সমস্যা না। প্রথম দিকে ভিডিও গুলো নিজেই নিজের খরচে তৈরি করতেন। ২০১০ সালের মে মাস থেকে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান তার এই প্রজেক্টে এগিয়ে আসে। ব্যক্তিগত ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনুদান আসতে থাকল। ২০১০ সালের সেপ্টেম্বর মাসে গুগল তাদের প্রজেক্ট টেন টু দ্য হান্ড্রেড-এ খান একাডেমীকে ৫ টি প্রজেক্টের একটি হিসেবে বিজয়ী ঘোষণা করে ও ২ মিলিয়ন ডলার দেয় যাতে খান একাডেমী আরো বেশি কোর্স তৈরি করে ও সারাবি
শ্বে জনপ্রিয় ভাষায় সবগুলি লেসন/টিউটোরিয়ালকে অনুবাদ করে। খান একাডেমীর ভিডিও লেকচারগুলো দেখে মুগ্ধ মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা এবং শীর্ষ ধনী বিল গেটস। Aspen Ideas Festival-এ বিলগেটস বলেছিলেন, তিনি ও তার তের বছর বয়সী সন্তান ররিকে নিয়ে ইউটিউবে নিয়মিত খান একাডেমীর লেকচার দেখে গণিত শেখেন। বিল এন্ড মেলিন্দা গেটস ফাউন্ডেশন থেকেও বড় অ্যামাউন্টের টাকা দেয়া হয়।
খান একাডেমীর ভিডিও ভিত্তিক এই শিক্ষা পদ্ধতি প্রচলিত ক্লাসরুম ধারণাকে উলটে দিচ্ছে। ইতিমধ্যে লস অ্যালটোসের একটি স্কুলের ছাত্রছাত্রীরা তাদের যেসব লেকচার পড়তে হবে, তা বাসায় বসে খান একাডেমির সাইট থেকে দেখে আসে এবং স্কুলে এসে শ্রেণীশিক্ষকের সহযোগিতায় ক্লাসওয়ার্ক (আগে যা ছিল হোমওয়ার্ক) করে। এতে ক্লাসে শিক্ষক তাঁর সম্পূর্ণ সময় ও মনোযোগ শিক্ষার্থীদের জন্য ব্যয় করতে পারেন, তাঁদের সমস্যা সমাধান করতে পারেন, যা আগে কখনো সম্ভব ছিল না।
সালমান খান একজন মহান শিক্ষক, যাঁর স্বপ্ন শিক্ষাব্যবস্থাকে বদলে দেওয়া। কোনো স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না হয়েও তিনি শেখাচ্ছেন সারা পৃথিবীকে ।
Blogger Widgets..