Wednesday, June 24, 2015


পিসি তে উইন্ডোজ ৮ বা ৮.১ চালালেও আমাদের এখনও অনেকেই আছি যারা এর অ্যাপ ষ্টোর সম্পর্কে জানি না। উইন্ডোজ ৮(এখানে সব কিছু উইন্ডোজ ৮ এবং ৮.১ এর জন্য প্রযোজ্য) এর মডার্ন বা মেট্রো অ্যাপ স্টোর এই অপারেটিং সিস্টেমে সম্পূর্ণ নতুন সংযোজন। এর  অ্যাপসগুলো(মেট্রো অ্যাপ) শুধু উইন্ডোজ ৮ এই চলে। এই অ্যাপ স্টোর আর উইন্ডোজ ফোন ৮ এর অ্যাপ স্টোর এক-ই। তবে কিছু বিশেষ অ্যাপ আছে, যারা শুধু ডেস্কটপ এ চলে, উইন্ডোজ ফোন এ চলে না,আবার বেশ কিছু অ্যাপ আছে যেগুলো শূধু উইন্ডোজ ফোন কম্প্যাটিবল।
যেহেতু ডেস্কটপ উইন্ডোজ ৮ এর স্টোর নিয়ে ইতপূর্বে কোন টিউন আমি দেখি, নি সুতরাং প্রথমে কিছু কথা বলে রাখা ভাল।
উইন্ডোজ ৮/৮.১ সক্রিয় পিসি তে অ্যাপ স্টোর এর সর্বোচ্চ সুবিধা ভোগ করতে হলে আপনার অবশ্যই-
  • মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকতে হবে, উল্লেখ্য মাইক্রোসফট এর সকল সেবা উপভোগ করতে শুধু মাত্র দরকার একটি আউটলুক ইমেইলঅ্যাকাউন্ট, যা সম্পূর্ণ ফ্রী।
  • একটি ভালো স্পিড এর ইন্টারনেট কানেকশন থাকতে হবে।  ব্রডব্যান্ড হলে বেস্ট, মডেম বা কোন মিটারড কানেকশন ব্যবহার না করাই বেটার, কারণ কিছু অপশন আছে, যেগুলো আনচেক করা না হলে অনবরত ডাটা ব্যবহার হতে থাকবে, এতে আপনার কিছু বুঝে ওঠার আগেই মডেমের ডাটা/ ভলিউম শেষ হয়ে যবে, পরবর্তীতে দোষটা আশা করি আমার ওপর-ই দেয়া হবে। সুতরাং, Be সাবধান।
শুরুতেই আপনার পিসিতে মাইক্রোসফট অ্যাকাউন্ট এর আইডি পাসওয়ার্ড দিয়ে কোন মেট্রো অ্যাপ এ ক্লিক করে  লগ ইন করে নিন। এতে আপনার উইন্ডোজ এর অ্যাকাউন্টটি আপনার মাইক্রোসফট এর অ্যাকাউন্টে রুপান্তরিত হবে। পিসি রি-স্টার্ট করলে দেখবেন, পাসওয়ার্ড চাচ্ছে, তখন মাইক্রোসফট অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড দিয়ে উইন্ডোজ এ লগিন করতে হবে।
সম্পূর্ণ প্রসেসটি টিউনে লিখে আপনাদের সময় কিংবা ডাটা নষ্ট করার এবং অনর্থকভাবে টিউনটির আকার বড় করার কোনরকম ইচ্ছা আমার নেই। আমরা প্রায় সবাই ইন্টারনেট জগতের সাথে মোটামুটি পরিচিত, সুতরাং কিভাবে সাইন ইন করতে হয়, তা আমরা সকলেই জানি। সুতরাং শর্টকাটে সাইন ইন প্রসেসটা বলতে গেলে এরকমঃ-
১। প্রথমে  কীবোর্ড এর উইন্ডোজ কী চাপুন(সহজ ভাবে যে কী চাপলে এক্সপি কিংবা ভিস্তা যুগে স্টার্ট মেনু ওপেন হত, সেই কী)চাপুন।
২। স্টার্ট স্ক্রিন আসবে। এবার মেইল অ্যাপ এ ক্লিক করুন।
৩। মাইক্রোসফট অ্যাকাউন্ট এর আইডি পাসওয়ার্ড চাইবে, দিয়ে দিন।
৪। আপনাকে ভেরিফাই করতে আপনার রিকাভারি মেইল অ্যাডরেস এ একটি কোড পাঠাবে, সেটি সংগ্রহ করে দিয়ে দিন,
৫। এবার ওয়ানড্রাইভ এর সেটিংস আসলে "Turn of these settings for onedrive" বা এরকম কোন লেখা থাকবে, স্ক্রিনের নিচের দিকে,  মডেম বা মিটারড কানেকশন ব্যবহারকারীরা চাইলে এখানে ক্লিক করতে পারেন।
৬। এবার একটু সময় অপেক্ষা করুন, আপনার উইন্ডোজ অ্যাকাউন্ট মাইক্রোসফট অ্যাকাউন্টে রূপান্তর হবে, তারপর মেইল অ্যাপ ওপেন হবে। আপাতত সেটি ক্রস করে দিন। কারণ আমাদের উদ্দেশ্য ভিন্ন।
৭। পিসি টা এরপর রিস্টার্ট করে নেয়াই বেটার। স্টার্ট হবার পর পাসওয়ার্ড চাইলে ভয় পাবেন না, এটা মাইক্রোসফট অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড চাচ্ছে।
৮। এবার মিটারড কানেকশন বা মডেম ব্যবহারকারীরা তাড়াতাড়ি মডেম ইন্টারনেট এর সাথে কানেক্ট করে উইন্ডোজ কী + S চেপে লিখুন "Sync"। "Sync Settings" নামে একটা অপশোন পাবেন, সেখান থেকে সব ডিজেবল করে দিন। তাছাড়া আপনার সব সেটিংস অটমেটিক্যালি মাইক্রোসফট সার্ভারে synchronize হতে থাকবে, এতে আপনার মডেমের ডাটার বারটা বাজাবে।
৮। স্টার্ট মেনু এক-ই ভাবে ওপেন করে উইন্ডোজ ষ্টোরে ক্লিক করুন।
৯। ব্যস! অ্যাপ এর ভান্ডার আপনার সামনে হাজির।
১০। এবার পছন্দমত অ্যাপ ভোজন শুরু করতে পারেন।
এবার আপনাদের সাথে কিছু মচৎকার অ্যাপ(গেম) শেয়ার করছি, আশা করি অ্যাপগুলো ইন্সটল করতে ভুলবেন না।

# Sonic Dash


অ্যান্ড্রইড এ হয়তো বা খেলেছেন এই গেম, এবার পিসি তে খেলুন। Sega Networks Inc এর তৈরি এক কথায় অসাধারণ একটি অ্যাপ সনিক ড্যাশ। Temple run এর আদলে তৈরি এই গেমটি আমার কাছে টেম্পল রানের থেকেও মজা লেগেছে, হয়তোবা আপনারও লাগবে। ট্রাই করে দেখুন-ই না একবার।

#Sushi Chop

এটি Sushi Chop এর উইন্ডোজ ভার্সন। ফ্রুট নিনজার আদলে তৈরি হলেই গেমটি ভালই বলা চলে, গেমটিতে আপনাকে একটি নির্দিষ্ট মাছকে কেটে টুকরা করতে হবে, তবে পচা মাছ হতে সাবধান!

#Rule the Kingdom


মাত্র 86.3 MB সাইজের এই গেমটি খেললে আপনি অন্তত কয়েক ঘন্টা পিসি থেকে উঠতে চাইবেন না। Age of Empires ধাঁচের গেম হলেও মোটেও বোরিং ফিল করার সুযোগ নেই।

#Super Party Sports


ফুটবল তো আমরা সবাই খেলেছি। এবার একটু অন্যভাবে ফুটবল টা খেলব। কিভাবে তা বলব না, গেমটা ইন্সটল করে রান করলেই বুঝতে পারবেন, আর 'বোর' ফিল করার সুযোগ পাবেন না, গ্যারান্টি!


 #Ice Age Adventures


Ice age movie তো দেখেছেন, না দেখলেও প্রব্লেম নাই, যারা Adventurous game খেলতে ভালবাসেন তাদের জন্য ভালো গেমটি। গেমটি তৈরি করেছে Gameloft..


আজকে এই পর্যন্তই, উইন্ডোজ পিসি'র অ্যাপ শেয়ার করার ভিত্তি স্থাপন করে গেলাম (হা হা হি হি  :D)। আশা করি অনেক টিউনার পরবর্তীতে পিসি ভার্সন উইন্ডোজ স্টোর মেট্রো অ্যাপ শেয়ার করবেন।
সমস্যা হলে টিউমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।
বিজ্ঞাপনের জন্য বরাদ্দ স্থান বিজ্ঞাপন বুকিং এর জন্য এখনই ফোন করুন ০১৭১৯২০২০১৯ নম্বরে

Sunday, June 21, 2015

আপনার কম্পিউটার থেকে আপনি ছাড়া আর কেউ কোন ফাইল ডিলিট, কাট, কপি, পেস্ট এবং রিনেম করতে পারবে না।
আমরা অনেকেই একটা পিসি যৌথ ভাবে বা ছোট ছেলে-মেয়ে, ছোট ভাই-বোন ব্যবহার করে।
অনাকাঙ্খিত ভাবে অনেক গুরুত্বপূর্ণ ফাইল ডিলিট করে দেয় বা হয়ে যায়।
 এখন থেকে  NTFS পারমিশনের মাধ্যমে ফাইল ডিলিট, কাট, কপি, পেস্ট এবং রিনেম বন্ধ করুন।
শুধুমাত্র এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন এবং ইন্সটল করে নিন।
Download
তারপর Ctrl+P কে ইন্সটল করার সময় হট কি নির্বাচন করে দিন। আপনি ইচ্ছা করলে অন্য কোন কি কে হট কি নির্বাচন করতে পারেন।
হট কি এভাবে সেট করবেন.

তারপর Active বাটন এ ক্লিক করবেন। বন্ধ করতে চাইলে যে হট কী Ctrl+... সেট করেছিলেন সেটাই প্রেস করুন।
যে যে কাজ করবে-
1. Stops Cut
2. Stops Paste
3. Stops Copy
4. Stops Delete
5. Stops Copy To
6. Stops Move to
7. Stops Send To
8. Prevents renaming
9. Disables Task Manager’s End Process button. Also, it doesn’t allow you to right click on process name and click on end process. It also grays out the context menu items, disable Ctrl+C, Ctrl+X and Ctrl+V and/or stops the process.
সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।

Blogger Widgets..