আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন? আশা করি ভালই আছেন। আবারও আপনাদের মাঝে ফিরে এলাম।
যাই হোক।
ওয়াইফাই রাঊটার আজকাল অনেকেরই থাকে। আর এই রাউটার কাজ হল আশেপাশে ওয়াইফাই কানেকশন দেয়া। কিন্তু এর পরিসেবা সিমিত হওয়ায়, আমাদের নানা সময় ভোগান্তিতে পরতে হয়। আর যদি সেটাকে আরও মজবুত করা যায়, তাতে মন্দ কি? যেমন, কোনো ওয়াইফাই রাওটার বুস্টার। কিন্তু এই বুস্টার এর দাম অনেক বা এগুলো বাজারে সচরাচর পাওয়া যায় না।
দেখা গেলো আপনি বাসার ছাদ এ দেখলেন আপনার ফোনে দেখাচ্ছে Poor/ Unhealthy নেটওয়ার্ক বা এই ধরনের কিছু। আর তখন যদি আপনি এই বুস্টারটি অন করে দেন তাহলে কিছুক্ষনের মাঝেই ঐ নেটওয়ার্ক হয়ে যাবে Good/ Excellent নেটওয়ার্ক। যা ব্যবহার করলেই বুঝতে পারবেন।
তো চলুন আজকে আমরা শিখবো কিভাবে একটি স্পীড কে অথবা যে কোন বিয়ার কেন বা যেকোনো সোডা কেন দিয়ে ওয়াইফাই রাউটার বুস্টার বানাবো।
যা যা প্রয়োজনঃ
০১। প্রথমে বাজার থেকে একটি স্পিড কেন কিনে আনুন। দাম নিশ্চই জানা আছে।
০২। একটি কস্টেপ রাখুন।
০৩। একটি ধারালো ছুরি বা চাকু প্রয়োজন হবে।
প্রথম ধাপঃ স্পিড এর কেন টি খেয়ে খালি করুন।
দ্বিতীয় ধাপঃ কেন টি ভালো করে ধুয়ে নিন।
তৃতীয় ধাপঃ এবার কেনটির নিচের অংশ ভালো গলাকার করে কেটে নিন।
চতুর্থ ধাপঃ উপরের অংশটি ভালো করে কেটে নিন।
পঞ্চম ধাপঃ মাঝ খান দিয়ে ভাগ করে নিন।
ছষ্ট ধাপঃ এবার ধারালো জায়গা গুলোতে কস্টেপ পেচিয়ে নিন।
ব্যাস হয়ে গেলো আপনার ওয়াইফাই বুস্টার।
আশাকরি একটু উপকার এ আসবে।
সবাই ভালো থাকবেন।
কিছু বুঝতে অসুবিধে হলে, ভিডিও টিউটোরিয়াল টি দেখুন।
তো কেমন লাগলো জানাতে ভুলবেন না। আশা করি ভালো লেগেছে।
আমাকে ফেসবুকে পাবেন এখানে।
আহসান উল্লাহ
0 comments