Thursday, June 25, 2015

বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরকি শুভচ্ছো ও সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালই আছনে। আজ আমি টিউন করবো কিভাবে ইউটুব ভিডিও হাই স্পিড এ ডাউনলোড করা যায় তাও আবার হাই কোয়ালিটি ভিডিও ছোট একটি সফটওয়ার দিয়ে। এইটা আমার দিতীয়  টিউন তাই ভুল ত্রটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক এবার মূল কথায় আসি।
ছোট একটি সফটওয়ার দিয়ে আপনে চাইলেই ইউটুব ভিডিও হাই স্পিড এ ডাউনলোড করতে পারবেন তাও আবার হাই কোয়ালিটি ভিডিও।
এর জন্য আপনাকে প্রথমে ইউটিউব এ  গিয়ে দেখতে  হবে কি ভাবে ইউটুব ভিডিও হাই স্পিড এ ডাউনলোড করা যায়।
ইউটিউব লিংক = https://www.youtube.com/watch?v=I-CeLkx0FJM
ভিডিও টিউটোরিয়াল এ আপনে দেখতে পাবেন কি ভাবে ইউটুব ভিডিও হাই স্পিড এ ডাউনলোড করা যায়।
ভিডিও টিউটোরিয়াল টি দেখে এখন আপনি হইত এতক্ষণ বুঝতে পারছেন যে কি ভাবে ইউটুব ভিডিও হাই স্পিড এ ডাউনলোড করা যায়।
ইউটুব ভিডিও হাই স্পিড এ ডাউনলোড করার সফটওয়ার টি ইউটুব ভিডিও এর নিচে ডাউনলোড লিংক দিয়ে দেওয়া আছে ডাউনলোড করে নিন।
সফটওয়ার টি ডাউনলোড হয়ে গেলে আপনের পিসিতে ইনস্টল করুন দেখুন নিচের ছবির মত আসবে।

এরপর ইউটুব থেকে যেই ভিডিও আপনে ডাউনলোড করবেন সেই ভিডিও এর লিংক কপি করে পেস্ট করুন সফটওয়ার এ। তারপর অনেক গুলো সাইজ আপনে দেখতে পাবেন আপনের পছন্দ মত সিলেক্ট করুন দেখুন হাই স্পিড এ ডাউনলোড হবে।

টিউনটি কেমন হয়েছে জানাবেন প্লিজ। আশা করি সবার ভাল লাগবে আর সবার কাজেও আসবে এই টিউনটি 
বিজ্ঞাপনের জন্য বরাদ্দ স্থান বিজ্ঞাপন বুকিং এর জন্য এখনই ফোন করুন ০১৭১৯২০২০১৯ নম্বরে

Wednesday, June 24, 2015

বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরকি শুভচ্ছো ও সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালই আছনে। আজ আমি টিউন করবো কিভাবে উইন্ডোস ৭ এর ওয়েলকাম স্ক্রেন পরিবর্তন করা যায়। এইটা আমার প্রথম টিউন তাই ভুল ত্রটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

 যাই হোক এবার মূল কথায় আসি।
ছোট একটি সফটওয়ার দিয়ে আপনে চাইলেই  উইন্ডোস ৭ এর ওয়েলকাম স্ক্রেন পরিবর্তন করতে পারবেন।
এর জন্য আপনাকে প্রথমে ইউটিউব এ  গিয়ে দেখতে  হবে কি ভাবে উইন্ডোস ৭ এর ওয়েলকাম স্ক্রেন পরিবর্তন করা যায়।
ইউটিউব লিংক

ভিডিও টিউটোরিয়াল এ আপনে দেখতে পাবেন কি ভাবে উইন্ডোস ৭ এর ওয়েলকাম স্ক্রেন পরিবর্তন করা যায়।
ভিডিও টিউটোরিয়াল টি দেখে এখন আপনি হইত এতক্ষণ বুঝতে পারছেন যে কি ভাবে উইন্ডোস ৭ এর ওয়েলকাম স্ক্রেন পরিবর্তন করা যায়।
উইন্ডোস ৭ এর ওয়েলকাম স্ক্রেন পরিবর্তন করার সফটওয়ার টি ইউটুব ভিডিও এর নিচে ডাউনলোড লিংক দিয়ে দেওয়া আছে ডাউনলোড করে নিন।

Saturday, June 20, 2015

আমরা যারা গুগলের
অ্যান্ড্রয়েড নির্ভর স্মার্ট
ফোন ব্যবহার করি তাদের
একটি কমন অভিযোগ হল
ডিভাইস গুলোর ক্যামেরা।
সত্যি বলতে আমার কাছে ডিফল্ট ক্যামেরার ইন্টারফেস
এতোটাই বাজে লাগে যে বাধ্য
হয়ে আমি অন্য ক্যামেরা অ্যাপ
ব্যবহার করি।
আর এমন অনেক অপশন আছে
যেগুলো খুবই দরকারি কিন্তু
ডিফল্ট ক্যামেরাতে নেই।
অবশেষে এতো এতো
অভিযোগের কারনে গুগল তাদের
নতুন অ্যান্ড্রয়েড ভার্শন “অ্যান্ড্রয়েড এম” এ
আপডেটেড ক্যামেরা অ্যাপ
দিয়েছে।
চলুন এক ঝলক দেখে নেয়া যাক
কি কি নতুন বা মোডিফাই
ফিচার অ্যাড করা হয়ছে
“অ্যান্ড্রয়েড এম” ক্যামেরাতে-
১। সবার আগে যে বিষয়টি লক্ষ
করবেন সেটি হল এর ফোকাস
অ্যানিমেশন।
২। আগের থেকে অনেক গুন দ্রুত
আধুনিক HDR অপশন।
৩। পাবেন নতুন অ্যানিমেশন
ভিউইং অপশন যখন কোন ইমেজ
ফোকাস করবেন।
৪। সর্বশেষ তোলা ছবিটি উপরে
ডান পাসে ভিউ হবে (লাইক
নোটিফিকেশন)।
৫। পুরনো লো লাইট এবং নরমাল
অপশনটি বাতিল করে দেয়া
হয়েছে।
৬। সুপার ফাস্ট ছবি তোলার
ক্ষমতা সাথে প্রায় জিরো হাং
কন্ট্রোল।
এতো এতো প্রশংসা শোনার পর
নিশ্চই আপনার এখন ক্যামেরা
অ্যাপটি ব্যবহার করতে ইচ্ছে
করছে? তবে আর দেরি কেন?
এখনি নিচে দেয়া লিংকে যেয়ে
ডাউনলোড করে একবার ট্রাই করে দেখুন। আশা করছি
আপনাদের পছন্দ হবে।
অ্যাপস টি ভালো লাগলে
অবশ্যই শেয়ার করে আপনার
বন্ধুদের দেখার সুযোগ করে
দিবেন। আর হ্যাঁ আপনার যদি
কোন প্রশ্ন বা মতামত থাকে
তবে অবশ্যই সেটি টিউমেন্ট বক্সে জানাবেন।

Tuesday, June 16, 2015

Image result for mcent

এখন ফ্রিতে রিচার্জ করে নিন আনলিমিটেড
আপনার মোবাইল নাম্বারে এখন থেকে আপনি আনলিমিটেড ফ্রিতে রিচার্জ করতে পারেন

এর জন্য আপনাকে কিছুটা পরিশ্রম করতে হবে এবং কিছুটা নেট ব্যালেন্স এর প্রয়োজন আছে

১)প্রথমে   এখান থেকে

সফটওয়্যার টা ডাউনলোড করে নিন


২) এরপর সফটওয়্যার টি ইন্সটল করে ওপেন করুন

৩) তারপর এখানে আপনার মোবাইল নম্বর দিয়ে একটি অ্যাকাউন্ট খুলুন

( যে মোবাইল নম্বর দিবেন সেই নম্বরে একটি কোড আসবে সেই কোডটা এখানে লিখে দিতে হবে )

৪) অ্যাকাউন্ট খোলা হলে আপনি প্রথমে কিছু টাকা ফ্রী পাবেন

৫) এরপর দেখুন অনেক সফটওয়্যার আছে যেগুলো ডাউনলোড করলে আপনাকে টাকা দেবে

৬) আপনি যত বেশি সফটওয়্যার ডাউনলোড করবেন আপনার তত বেশি টাকাইনকাম হবে

৭) এছাড়া প্রতিদিন সফটওয়্যার টি ওপেন করলে আপনি ১,৫,১০ বা ২০ টাকার মধ্যে যেকোনো একটা পেতে পারেন

দশ টাকা হলেই আপনি

Top Up বলে আপনার

অ্যাকাউন্ট এর টাকার

পাশে একটি অপশন

পাবেন ওখানে ক্লিক

করলেই আপনি যে

নম্বর দিয়ে অ্যাকাউন্ট

খুলেছেন সেই নম্বর

চলে আসবে এবং আপনি

কত টাকা রিচার্জ

করতে চান সেটা লিখতে

হবে এরপর ok করলেই

রিচার্জ হয়ে যাবে

৮) এছাড়া আপনি এটা

শেয়ার করার পর কেউ

যদি সফটওয়্যার টি

ডাউনলোড করে কম

করে ৫ টি সফটওয়্যার

এখান থেকে

ডাউনলোড করে

তাহলে আপনি ২০০ টাকা পাবেন

আশাকরি সকলে বুঝতে পেরেছেন অসুবিধা হলে নিশ্চয় কমেন্ট করে জানাবেন


Tuesday, June 9, 2015

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালোই আছেন। হয়তো আপনারা সবাই ভাইবার  ব্যবহার করেন আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে। আজ আপনাদের সাথে শেয়ার করবো ভাইবার এর ডেক্সটপ/ল্যাপটপ ভার্সন।
ভাইবার এর সুবিধা সমূহ -
  • ১। HD সাউন্ড কোয়ালিটির সাহায্যে ফ্রি কল।
  • ২। সর্বোচ্চ ৪০ জনকে নিয়ে গ্রুপ তৈরি করা যায়।
  • ৩। সটীকার এবং ইমোটিকনস ম্যাসেজিং সিস্টেমকে মজাদার করে তোলে।
  • ৪। আপনার অবস্থান শেয়ার করতে পারবেন।
  • ৫। কুইক রিপ্লাই এর মাধ্যমে তাতখনিকভাবে ম্যাসেজের রিপ্লাই দিতে পারবেন।
  • ৬। পেজ নোটিফিকেশনের মাধ্যমে আপনার ভাইবার বন্ধ থাকলেও আপনি কল ও ম্যাসেজ রিসিভ করতে পারবেন।
  • ৭। অপারেটিং সিস্টেম ইন্টিগ্রেশন – আপনার ডিভাইস এর গ্যালারি থেকে সরাসরি ফটো এবং ভিডিও পাঠাতে পারবেন।
  • ৮।কোন বিজ্ঞাপন নেই এবং ১০০% ফ্রি।

ডাউনলোড লিঙ্ক :-  এখানে ক্লিক করুন
আপনার ডাউনলোড করা রার ফাইলটি উইন রার  দিয়ে ওপেন করুন। এবার সেট আপ ফাইলে ক্লিক করে ইন্সটল করে নিন। ইন্সটল করার পর মোবাইল এ একটা কোড যাবে ঐ কোড এন্টার করার পর ডেক্সটপ বা ল্যাপটপে ভাইবার চালু হয়ে যাবে।
Blogger Widgets..