Sunday, June 21, 2015

সুপ্রিয় অনলাইন জগৎ সাইটের সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই কুশলেই আছেন। আজকের টিউনে আলোচনা করব ব্লগার সাইটের একটি উইগেট বিষয় নিয়ে। সেটি হচ্ছে ব্লগার নিউজ টিকার। হ্যা নিউজ টিকার হল আপনার ব্লগ সাইটের সাম্প্রতিক টিউন আপডেট যাহা শিরোনাম হিসাবে স্ক্রল ভাবে শো হতে থাকবে। আপনারা হয়ত বিভিন্ন টিভি চ্যানেলের পর্দাতে দেখেছেন বিভিন্ন সংবাদ শিরোনাম স্কলভাবে শো হতে। হ্যা এটাই হল নিউজ টিকার।
যাইহোক আপনি ইচ্ছা করলে আপনার ব্লগার সাইটে এটি যোগ করে অসাধারন ইন্টারফেস লুক করতে পারবেন। টিটিতে অবশ্য এই বিষয় নিয়ে প্রায় ৮/১০ টি টিউন রয়েছে। বাট সেখানকার কোড গুলো অনেক বড়/অপ্রয়োজনীয় হয়ে যায় যা আপনার ব্লগ সাইট ওপেন হতে বিলম্ব করতে পারে।
আজ আমি যে কোডটি দিব তা অনেক ছোট এবং আপনার সাইটকে স্লো করবে না। আমি নিজেও ব্যবহার করছি।

কিভাবে কাজটি করব?

প্রথমে আপনার ব্লগস্পট সাইটে লগইন করে টেমপ্লেট এডিট অংশে প্রবেশ করুন> Ctrl + F প্রেস করে সার্চ করুন <div id='content-wrapper'>কোডটি খুজে পাইলে নিচের কোডগুলো  ঠিক এর উপরে পেষ্ট করুন > এবার টেমপ্লেট সেইভ করে কাজের মান যাচাই করুন।
<div style='width:1050px;height:20px;position:relative;'>
<script type='text/javascript'>
var blog_url = 'http://www.abdullahinfolab.blogspot.com';
var latest_post = 10;
var scrolling_speed = 8;
var close_button = true;
var info_text = true;
</script>
<script src='<script src="http://files.allbloggertricks.com/Scripts/abt-ticker.js">'/>
</div>
<br/>
<br/>
<div style='clear:both;'/>

কাজের প্রিভিউ 

নির্দেশনা

আপনি ইচ্ছা করলে কোডের সংকেত পরিবর্তন করে ভিন্ন ভাবে প্রিভিউ করতে পারেবেন-
var blog_url - এখানে আপনার ব্লগের ঠিকানা দিন
var latest_post - কতটি টিউন শো করতে চান তার সংখ্যা যেমন: ১০
var scrolling_speed - কত স্পীডে শো করতে চান
var close_button - অন/অফ বাটন যুক্ত করতে
var info_text - আপনি যা শো করাতে চান তা দিতে পারেন যেমন- "Latest Articles" and RSS icon.
পরিশেষে কোন সমস্যা থাকলে টিউমেন্ট করতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই, পরবর্তী টিউন দেখা হবে!
বিজ্ঞাপনের জন্য বরাদ্দ স্থান বিজ্ঞাপন বুকিং এর জন্য এখনই ফোন করুন ০১৭১৯২০২০১৯ নম্বরে
Blogger Widgets..