Sunday, June 21, 2015

সবাইকে স্বাগতম জানাচ্ছি হ্যাক স্কুল বিডি'র হ্যাকিং টিউটোরিয়ালে,।
আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে ফেইক SMS সেন্ড করে  জি-মেইল একাউন্ট হ্যাক করা যায়।

তবে প্রথমেই আমি বলে দেয় এর জন্যে যা যা দরকার হবেঃ

১. যার একাউন্ট হ্যাক করতে চান তার জি-মেইল একাউন্ট। 
২. জি-মেইলের একটি অপশন আছে যেটাতে জি-মেইল গ্রাহক চাইলে তার ফোন নম্বর এড করতে পারে পরবর্তিতে সে নাম্বারটি পাসওয়ার্ড রিকভারির কাজে ব্যবহার করার জন্যে। 

এই পদ্ধতিতে জি-মেইল একাউন্ট হ্যাক করতে আপনার কি কি করা লাগবে ? 

১. ইনফরমেশন গ্যাদারিংঃ আপনি যার একাউন্ট হ্যাক করতে চান (জি-মেইল) তার জি-মেইল একাউন্ট কি 
সেটা আপনার জানা থাকা লাগবে  এবং তার সাথে সাথে আপনি যার একাউন্ট হ্যাক করতে চান সে জি-মেইলে তার কোন ফোন নম্বরটি ব্যবহার করেছে, সে ফোন নম্বরটিও আপনার জানা থাকা লাগবে। 
২. সোস্যাল ইঞ্জিনিয়ারিংঃ সোস্যাল ইঞ্জিনিয়ারিং শেখার কিছু না। এই বিষয়টি  সম্পুর্ন নির্ভর করছে আপনার 
বুদ্ধিমত্তার উপরে, Simply যদি  বলতে চাই তাহলে ব্যাপারটি হচ্ছে, যাকে আপনি হ্যাক করতে চান তাকে আপনার বোকা বানানো লাগবে,  যাতে ভিকটিম সেটাই করে যেটা আপনি তার মাধ্যমে করাতে চাচ্ছেন। 
(ব্যাপারটি টিউটোরিয়ালের পরবর্তি অংশে বুঝতে পারবেন) 

যায় হোক এখন শুরু করবো আসল কাজ প্রথমেই জি-মেইলের ওয়েবসাইটে যান। নিচে মার্ক করা অংশিটিতে ক্লিক করুন, অর্থাৎ Need Help ? এই লেখাটিতে ক্লিক করুন।

তারপর এই পেইজটি আসবে সেখানে " i don't know my password" লেখাটির পাশের গোল বৃত্তটি
সিলেক্ট করুন। এবং email address লেখার জন্যে যে বক্সটি এসেছে সেখানে ভিকটিমের ই-মেইল
এড্রেসটি দিন
এরপর আপনাকে একটি ক্যাপচা পূরন করতে বলবে সেটা ঠিক ভাবে পূরন করুন।
এইবার নিচের স্ক্রিনশটটি লক্ষ্য করুন, সেখানে আপনার কাছে জানতে চাইবে " Enter the last
password you remember" আপনার নিশ্চয় জানা নেই যে লাস্ট পাসওয়ার্ড কি ব্যবহার করেছিলো
ভিকটিম, সুতারাং i don't know তে ক্লিক করুন।
-
এরপরে আপনার কাছে জানতে চাইবে যে একাউন্ট ভেরিফিকেশন কোডটি কিভাবে রিসিভ করতে চান
আপনি, এখন আপনার সিলেক্ট করতে হবে: A Text Message (SMS) লেখা অপশনটি।
অপশনটি সিলেক্ট করে কন্টিনিউ তে ক্লিক করুন।
ভিকটিমের মোবাইল নাম্বারে একটি মেসেজ গিয়েছে যেখানে রিসেট কোডটি দেওয়া আছে,এখন আপনার কাজ হবে যেকোনো ভাবে সে কোডটি সংগ্রহ করে, নিচের ছবি'তে আসা বক্সটিতে কোডটি লেখে প্রসিড করা।
এখন হচ্ছে আসল কাজ...

কিভাবে সংগ্রহ করবেন ভিকটিমের ফোনে সেন্ড হওয়া রিসেট কোডটি ?

প্রথমেই সহজ পদ্ধতির কথা বলি, আপনি যার একাউন্ট হ্যাক করতে চান সে যদি আপনার পরিচিত কেউ হয় এবং তার মোবাইল ডিভাইসে আপনার ফিজিক্যালি এক্সেস থাকে তাহলে আপনি যে সময় কাজ টি করতে চান সে সময়ে তার মোবাইল সেটটি আপনার হাতে রাখুন।  বুঝতেই পারছেন তারপর কি করা লাগবে  :P
দ্বিতীয় পদ্ধতিটি কঠিন না, কিন্তু এটাতে আপনার সফলতার সম্ভাবনা নির্ভর করছে আপনি যার একাউন্ট হ্যাক করতে চান তাকে আপনি কিভাবে ট্র্যাপে ফেলছেন সেটার উপর এবং আপনি যার একাউন্ট হ্যাক করতে চান সে কতটা বুদ্ধিমান সেটার উপরে। আমি আপনাদের একটি সহজ পদ্ধতি দেখিয়ে দিতে পারি, কিভাবে আপনারে ভিকটিমের কাছে থেকে রিসেট কোডটি সংগ্রহ করতে পারেন সে ব্যাপারে। ভিকটিমের কাছে যখন রিসেট কোডটি মেসেজ দিবে তখন সে নিশ্চয় খানিকটা অবাক হবে যে, কে করলো এই কাজ ? নিশ্চয় কেউ আমার একাউন্ট হ্যাক করার ট্রাই করছে। এখন আমি একটি মেসেজ লিখে দিচ্ছি, যেটা আপনি ভিকটিমের নাম্বারে সেন্ট করে তাকে তার রিসেট কোড আপনার নাম্বারে পাঠাতে বলতে পারেন, সে ক্ষেত্রের একটা ছোটো সমস্যা হচ্ছে, বাংলাদেশি নাম্বার হলে হয়তো অনেকেই বিশ্বাস করতে চাইবে না, সে ক্ষেত্রে কি করা উচিত আপনি বুদ্ধি খাটিয়ে বের করতে পারেন ;) 
মেসেজটিঃ
This is Google. There has been unauthorized activity on your account. Please reply with your verification code.
মেসেজটি পাওয়ার পরে যদি ভিকটিম রিসেট কোডটি আপনার কাছে সেন্ড করে তাহলে কি করা লাগবে তা
আপনারা ভালো মতন ই জানেন ;)
রিসেট কোডটি প্রবেশ করানোর পরে নতুন পাসওয়ার্ড লেখার  পেইজ আসবে, সেখানে আপনার যা ইচ্ছেপাসওয়ার্ড দিয়ে, তারপরে লগিন করে নিতে পারেন আপনার ভিকটিমের একাউন্টে  :)  ধন্যবাদ সবাইকে টিউনটি পড়ার জন্যে। যদি ভালো লেগে থাকে তাহলে  টিউনমেন্ট করার জন্যে এবং লেখাটি শেয়ার করার জন্যে অনুরোধ করছি। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় বা টিউনে কোনো ভুলদেখে থাকেন তাহলে অবশ্যই টিউনমেন্টে জানান।
বিজ্ঞাপনের জন্য বরাদ্দ স্থান বিজ্ঞাপন বুকিং এর জন্য এখনই ফোন করুন ০১৭১৯২০২০১৯ নম্বরে
Blogger Widgets..