Wednesday, June 24, 2015

আমরা যারা উইন্ডোজ ব্যবহার করি, তারা কখনো ড্রাইভার সমস্যায় পড়িনি একথা বলা যাবে না। উইন্ডোজের ড্রাইভার সমস্যা একটি বড় সমস্যা। কারণ সঠিক ড্রাইভারটি খুঁজে পাওয়া না গেলে সংশ্লিষ্ট ডিভাইস ঠিকমতো কাজ করবে অথবা একেবারেই কাজ করবে না। সাধারণত কমপিউটারের যেকোনো ডিভাইস কেনা হলে তার সাথে সিডি বা ডিভিডিতে করে ড্রাইভার দিয়ে দেয়া হয়। কিন্তু কোনো কারণে তা হারিয়ে গেলে অথবা অপারেটিং সিস্টেম পরিবর্তন করার ফলে যদি আগের ড্রাইভার কাজ না করে তাহলেই সমস্যার শুরু। খুব বেশি সমস্যা হয় যখন ৩২ বিট অপারেটিং সিস্টেম থেকে ৬৪ বিটের অপারেটিং সিস্টেমে পরিবর্তন করা হয়।
তবে এসব সমস্যার সমাধান করতে পারে ড্রাইভার ম্যাজিশিয়ান সফটওয়্যারটি। ড্রাইভার ম্যাজিশিয়ান প্রতিটি ডিভাইসের সঠিক ড্রাইভার খুঁজে বের করতে ও তা ইনস্টল করতে বেশ কার্যকর ভূমিকা রাখে। তবে ড্রাইভার ম্যাজিশিয়ান কিন্তু ফ্রী নয়, তবে আমি আপনাদের জন্য ফুল ভার্সনটি শেয়ার করবো।

ড্রাইভার ম্যাজিশিয়ান ডাউনলোড লিঙ্ক -  এখানে ক্লিক করুন ।
ফিচার
০১. সর্বমোট চারটি মোডে এই সফটওয়্যার ডিভাইস ড্রাইভারের ব্যাকআপ নিতে পারে।
০২. খুব সহজেই ড্রাইভার রোল ব্যাক করা বা পুরনো ড্রাইভারে ফিরে যাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
০৩. নিজে থেকেই ড্রাইভার আপডেট করতে পারে যাতে করে সিস্টেমের পারফরম্যান্স ও স্থায়িত্ব নিশ্চিত হয়।
০৪. খুব সহজেই ডিভাইসের ড্রাইভার আনইনস্টল করা যায়।
০৫. ডিভাইস ড্রাইভারের লাইভ আপডেটের ব্যবস্থা আছে।
০৬. পুরোপুরি অজানা ডিভাইসকে খুব সহজেই খুঁজে বের করতে পারে।
০৭. সিস্টেমের ডেস্কটপ ও মাই ডকুমেন্টস ফোল্ডার খুব সহজেই ব্যাকআপ নিতে পারে।
০৮. খুব সহজেই ব্যাকআপ নেয়া ফাইল ও ফোল্ডার রিস্টোর করতে পারে। ব্যাকআপ নেয়ার জন্য ফোল্ডার সিলেক্ট করে দিতে হয়। তাহলেই নিজে থেকেই ড্রাইভার ম্যাজিশিয়ান ব্যাকআপ নিয়ে নেবে।
০৯. নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য ড্রাইভারগুলোর ক্লোন করে রাখা যায়, যাতে পরবর্তী সেটআপের সময় ড্রাইভার ম্যাজিশিয়ান ইনস্টল না করেই কাজ করা যায় এবং এই ক্লোন এক্সিকিউটেবল ফাইল হিসেবে সেভ করে রেখে দেয়া যায়। শুধুই এক্সিকিউটেবল ফাইল নয়, ইনস্টলেশন শিল্ড উইজার্ড হিসেবেও ড্রাইভার সংরক্ষণ করা যায়।
তবে এই সফটওয়্যার যাতে ঠিকমতো কাজ করতে পারে সেজন্য সবার আগে সিস্টেমের ইন্টারনেট সংযোগ থাকা বাধ্যতামূলক।
আজ তাহলে এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।
বিজ্ঞাপনের জন্য বরাদ্দ স্থান বিজ্ঞাপন বুকিং এর জন্য এখনই ফোন করুন ০১৭১৯২০২০১৯ নম্বরে
আমরা অনেকেই কম্পিউটার ব্যবহার করি। কিন্তু run এর অনেক ব্যবহারই আমরা জানি না। আসুন জেনে নিই কিছু দরকারি run কমান্ড এর তথ্য।
একসেসিবিলিটি কন্ট্রোলস – access.cpl
একসেসিবিলিটি উইজার্ড – accwiz
এড হার্ডওয়্যার উইজার্ড – hdwwiz.cpl
এড/রিমুভ প্রোগ্রামস – appwiz.cpl
এডমিনিষ্ট্রিটিভ টুলস – control admintools
অটোমেটিকস আপডেট – wuaucpl.cpl
ব্লু-টুথ ফাইল ট্রান্সেফার উইজার্ড – fsquirt
ক্যালকুলেটর – calc
সার্টিফিকেটস – certmgr.msc
ক্যারেকটার ম্যাপ – charmap
চেক ডিক্স (ডস) – chkdsk
ক্লিপবোর্ড ভিউয়ার – clipbrd
কমান্ড প্রোম্পট – cmd
কম্পোনেন্ট সার্ভিস – dcomcnfg
কম্পিউটার ম্যানেজমেন্ট – compmgmt.msc
কন্ট্রোল প্যানেল – control
ইউজার একাউন্টস – control userpasswords2
ডেট এন্ড টাইমস – timedate.cpl
ডি.ডি.ই শেয়ার্স – ddeshare
ডিভাইস ম্যানেজার – devmgmt.msc
ডাইরেক্ট এক্স – dxdiag
ডিক্স ক্লিনআপ – cleanmgr
ডিক্স ডিফ্রাগমেন্ট – dfrg.msc
ডিক্স ম্যানেজমেন্ট – diskmgmt.msc
ডিক্স পার্টিশন ম্যানেজার – diskpart
ডিসপ্লে প্রোপার্টিস – control desktop
ডিসপ্লে প্রোপার্টিস – desk.cpl
ড: ওয়াটসন ফর উইন্ডোজ – drwtsn32
ড্রাইভার ভেরিফায়ার ম্যানেজার – verifier
ইভেন্ট ভিউয়ার-eventvwr.msc
ফাইল এন্ড সেটিংস ট্রান্সেফার টুল – migwiz
ফাইল সিগ্নেচার ভেরিফিকেশন টুল – sigverif
ফাইন্ড ফার্ষ্ট findfast.cpl
ফোল্ডার প্রোপার্টিস – control folders
ফন্টস – control fonts
ফন্টস ফোল্ডার – fonts
গেম কন্ট্রোলারস – joy.cpl
গ্রুপ পলিসি এডিটর – gpedit.msc
হেল্প এন্ড সাপোর্ট – helpctr
হাইপারটার্মিনাল – hypertrm
আই.এক্সপ্রেস উইজার্ড – iexpress
ইনডেক্সসিং সার্ভিস – ciadv.msc
ইন্টারনেট কানেক্‌শন উইজার্ড – icwconn1
ইন্টারনেট এক্সপ্লোরার – iexplore
ইন্টারনেট প্রোপার্টিস – inetcpl.cpl
কীবোর্ড প্রোপার্টিস – control keyboard
লোকাল সিকিউরিটি সেটিংস – secpol.msc
লোকাল ইউজারস এন্ড গ্রুপস – lusrmgr.msc
উইন্ডোজ লগঅফ – logoff
মাইক্রোসফট চ্যাট – winchat
মাইক্রোসফট মুভি মেকার – moviemk
এমএস পেইন্ট – mspaint
মাইক্রোসফট সিনক্রোনাইজেশন টুল – mobsync
মাউস প্রোপার্টিস -control mouse
মাউস প্রোপার্টিস – main.cpl
নেট মিটিং – conf
নেটওয়ার্ক কানেকশনস – control netconnections
নেটওয়ার্ক কানেকশনস – ncpa.cpl
নেটওয়ার্ক সেটআপ উইজার্ড – netsetup.cpl
নোটপ্যাড – notepad
অবজেক্ট পেজ মেকার – packager
ওডিবিসি ডাটা সোর্স এডমিনিস্ট্রেটর – odbccp32.cpl
অন স্ক্রিন কীবোর্ড – osk
আউটলুক এক্সপ্রেস – msimn
এমএস পেইন্ট – pbrush
পাসওয়ার্ড প্রোপার্টিস – password.cpl
পারফরমেন্স মনিটর – perfmon.msc
পারফরমেন্স মনিটর – perfmon
ফোন এন্ড মডেম অপশনস – telephon.cpl
ফোন ডায়ালার – dialer
পাওয়ার কনফিগারেশন – powercfg.cpl
প্রিন্টারস এন্ড ফ্যাক্স – control printers
প্রিন্টারস ফোল্ডার – printers
রিজিউনাল সেটিংস – intl.cpl
রেজিষ্ট্রি এডিটর – regedit
রেজিষ্ট্রি এডিটর – regedit32
রিমোট একসেস ফোনবুক – rasphone
রিমোট ডেক্সটপ – mstsc
রিমুভাল স্টোরেজ – ntmsmgr.msc
রিমুভাল স্টোরেজ অপারেটর রিকোয়েষ্ট – ntmsoprq.msc
রেজাল্টেন্ট সেট অপ পলিসি – rsop.msc
স্ক্যানার এন্ড ক্যামেরা – sticpl.cpl
শিডিউল টাস্ক – control schedtasks
সিকিউরিটি সেন্টার – wscui.cpl
সার্ভিসেস – services.msc
শেয়ার্ড ফোল্ডার – fsmgmt.msc
উইন্ডোজ শার্ট ডাউন করা – shutdown
সাউন্ডস এন্ড অডিও – mmsys.cpl
সিস্টেম কনফিগারেশন এডিটর – sysedit
সিস্টেম কনফিগারেশন ইউটিলিটি – msconfig
সিস্টেম ইনফোমেশন – msinfo32
সিস্টেম প্রোপার্টিস – sysdm.cpl
টাস্ক ম্যানেজার – taskmgr
টিসিপি টেষ্টার – tcptest
টেলনেট ক্লাইন্ট – telnet
ইউজার একাউন্ট ম্যানেজার – nusrmgr.cpl
ইউটিলিটি ম্যানেজার – utilman
উইন্ডোজ এড্রেস বুক – wab
উইন্ডোজ এড্রেস বুক ইমপোর্ট ইউটিলিটি – wabmig
উইন্ডোজ এক্সপ্লোরার – explorer
উইন্ডোজ ফায়ারওয়াল – firewall.cpl
উইন্ডোজ ম্যাগনিফায়ার – magnify
উইন্ডোজ ম্যানেজমেন্ট – wmimgmt.msc
উইন্ডোজ মিডিয়া প্লেয়ার – wmplayer
উইন্ডোজ ম্যাসেঞ্জার – msmsgs
উইন্ডোজ সিস্টেম সিকিউরিটি টুলস – syskey
আপডেট লাঞ্চ – wupdmgr
উইন্ডোজ ভার্সন – winver
উইন্ডোজ এক্সপি টুর – tourstart
ওয়ার্ড প্যাড – write
বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরকি শুভচ্ছো ও সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালই আছনে। আজ আমি টিউন করবো কিভাবে উইন্ডোস ৭ এর ওয়েলকাম স্ক্রেন পরিবর্তন করা যায়। এইটা আমার প্রথম টিউন তাই ভুল ত্রটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

 যাই হোক এবার মূল কথায় আসি।
ছোট একটি সফটওয়ার দিয়ে আপনে চাইলেই  উইন্ডোস ৭ এর ওয়েলকাম স্ক্রেন পরিবর্তন করতে পারবেন।
এর জন্য আপনাকে প্রথমে ইউটিউব এ  গিয়ে দেখতে  হবে কি ভাবে উইন্ডোস ৭ এর ওয়েলকাম স্ক্রেন পরিবর্তন করা যায়।
ইউটিউব লিংক

ভিডিও টিউটোরিয়াল এ আপনে দেখতে পাবেন কি ভাবে উইন্ডোস ৭ এর ওয়েলকাম স্ক্রেন পরিবর্তন করা যায়।
ভিডিও টিউটোরিয়াল টি দেখে এখন আপনি হইত এতক্ষণ বুঝতে পারছেন যে কি ভাবে উইন্ডোস ৭ এর ওয়েলকাম স্ক্রেন পরিবর্তন করা যায়।
উইন্ডোস ৭ এর ওয়েলকাম স্ক্রেন পরিবর্তন করার সফটওয়ার টি ইউটুব ভিডিও এর নিচে ডাউনলোড লিংক দিয়ে দেওয়া আছে ডাউনলোড করে নিন।

Saturday, June 20, 2015

বন্ধুরা আজ আমি আপনাদের সাথে অপারেটিং সিস্টেম উইন্ডোজ সেভেন কিভাবে ইন্সটল করতে হয় তার প্রক্রিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব, প্রথমেই বলে রাখি আমরা চাইলে কোন কম্পিউটারে অপারেটিং ইন্সটল  USB এর মাধ্যমে দিতে পারি আবার চাইলে  CD/DVD এর মাধ্যমেও দিতে পারি । এখন যদি আমরা চাই যে USB এর মাধ্যমে অপারেটিং ইন্সটল দিব তাহলে বুট মেনু থেকে 1st Boot Device এ USB সিলেক্ট করে দিতে হবে আর যদি চাই যে CD/DVD এর মাধ্যমে অপারেটিং ইন্সটল দিব তাহলে 1st Boot Device এ CD/DVD সিলেক্ট করে দিতে হবে । এখন আমরা আমাদের বুট করা  CD/DVD টি ডিভিডি রাইটারে প্রবেশ করাই অথবা বুট করা USB ডিভাইসটি USB এর সাথে কানেক্ট করাব .
1
তারপর কম্পিউটারটি Restart দিব তারপর যখন নিচের ছবির মত কোন ম্যাসেজ পাব তখন কীবোর্ড থেকে যে কোন একটা কী চাপব, তারপর
2
নিচের ছবির মত আসলে  language, time & currency format, keyboard or input method এগুলো সব ঠিক করে দিব তারপর  next বাটনে ক্লিক করব তারপর
3
Install now বাটনে ক্লিক কর তারপর.
4
I accept the license terms এর ঘরে ক্লিক করে Next বাটনে ক্লিক করব
5
তারপর যদি আপনি ইচ্ছা করেন যে আপনার কম্পিউটারে বর্তমানে ইন্সটল কৃত উইন্ডোজের ভার্সন কে নতুন কোন ভার্সন দ্বারা পরিবর্তন করে নিবেন  Upgrade বাটনে ক্লিক করুন আর যদি চান যে সম্পূর্ণ নতুন রুপে আপনার কম্পিউটারে উইন্ডোজ সেভেন ইন্সটল করবেন তাহলে  Custom (advanced) বাটনে ক্লিক করুন.
6
তারপর  দেখুন নিচের ছবির মত দেখাচ্ছে এখন আপনি আপনার কম্পিউটারের যে ড্রাইভে (C, D, E, F etc) অপারেটিং সেট করতে চান সেটা সিলেক্ট করুন তারপর নিচের ডান কোনায় দেখুন লেখা আছে Drive Option  সেখানে ক্লিক করুন এরপর  Delete অথবা Format বাটনে ক্লিক করে আপনার ড্রাইভ টা ক্লিন করে নিন তারপর Next বাটনে ক্লিক করুন
7
এখন দেখুন নিচের ছবির মত দেখালে বুঝবেন Windows 7 হওয়া শুরু হয়ছে.
8
এখন আপনি অপেক্ষা করতে থাকুন পরবর্তি ধাপ আসা পর্যন্ত, অবশ্যই খেয়াল রাখবেন আপনার কম্পিউটার যতবারRestart নিবে ততবার কিন্তু Press any key  এই ম্যাসেজটা দিবে ভুলেও এই সময় কী বোর্ড থেকে কোন কী প্রেস করবেন না ।
9
এখনও শুধই দেখতে থাকুন আর অপেক্ষা করতে থাকুন ।
10
11
দেখুন নিচের ছবির মত এসেছে কিনা যদি আসে তাহলে text-box এর মধ্যে আপনার নামটা লিখুন এবং Next বাটনে ক্লিক করুন তারপর .
12
যদি আপনি আপনার কম্পিউটারে পাসওয়ার্ড দিতে চান তাহলে উভয় text-boxes  একই পাসওয়ার্ড লিখুন তারপরNext. বাটনে ক্লিক করুন ।
13
তারপর যে পেজটা আসবে সেখানে আপনি চাইলে product key দিতেও পারেন আবার নাও দিতে পারেন যেটা খুশি করে next বাটনে ক্লিক করুন 
14
এখন আপনার পছন্দ মত যে কোন একটি অপশন সিলেক্ট করুন অথবা Ask me letter এ ক্লিক করুন .
15
তারপর Time Zoon থেকে Astana Dhaka সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন
16
এখন আপনার পছন্দ মত যে কোন একটি অপশন সিলেক্ট করুন(network’s location) .
17
তারপর কিছুক্ষণ অপেক্ষা করুন
18
অবশেষে Complete Install Window 7 ।
19

আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরের টিউনে এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ ।
[​IMG]
Details:
Name : Windows 7 Sp1 Ultimate THE Aurora Project V.2 (x86) 2014
Architecture : x86 bit
Size : 4.43 gb + 162mb net frame work updates
Based on : Windows 7 Sp1 Ultimate THE Aurora Project 2011
Activation : no its a 30 days trial os so use Daz loader
Removed or added software :
no software added and no registry will b aleterd and no more changes in it .... i wanna keep out of it from junkie software like addon or external software . i wanna make it safe and faster then other and for a longer use
Themes:
  • added more then 100+ Themes for make it beautiful
Explorer Context:
  • Add Device Manager = Enable
  • Add Group Policy = Enable
  • Add MS-Config = Enable
  • Add Service = Enable
  • God Mode = Enable
  • Registry Editor = Enable
  • Administrative Tools = Enable
  • Cursor Change = Enable
  • Scene Change = Enable
  • Wallpaper change = Enable
  • Desktop Icon Settings = Enable
  • Folder Options = Enable
  • God Mode = Enable
  • NetWork Connections = Enable
  • Programs and Features = Enable
  • Registry Editor = Enable
  • System Properties = Enable
  • Task Manager = Enable
  • Task Scheduler = Enable
  • Copy To = Enable
  • Move To = Enable
  • Grant Permission Admin = Enable
  • Open With Notepad = Enable
  • Open New Window On = Enable
  • Disk Clean up = Enable
  • Defragment = Enable
  • Register and Unregister etc. = Enable

Added all Latest updates september 2014
  • Internet Explorer 11
  • hotfixes
  • secyrity Updates
  • Importent + critical Updates[​IMG]
    [​IMG]
    [​IMG]
    [​IMG]
    [​IMG]
    [​IMG]
    [​IMG]
    [​IMG]
    [​IMG]
    [​IMG]
    [​IMG]
    [​IMG]
    [​IMG]
    [​IMG]
    [​IMG]
    [​IMG]
  •                                                               Download Link: Torrent Server

 Update Pack 7 2015 full update for Windows 7 x86/x64 bit Service Pack 1

এই আপডেট প্যাকে ২০১৫ সালের মে মাসের ৫ তারিখ পর্যন্ত উইন্ডোজ ৭ এর জন্য যত আপডেট ফাইল রয়েছে। এমনকি এই আপডেট দিলে আপনার হার্ডডিস্কে যত আপ্রয়োজনীয় ফাইল এবং ফোল্ডার আছে তা আপডেট শেষে ক্লিনআপ করে দিবে। আপনাকে আলাদাভাবে উইন্ডোজ ৭ আপডেট দিতে হবে না।


এই আপডেট প্যাকে যা যা দেয়া হয়েছেঃ
  • এড করা হয়েছেঃ KB3013531-v2-x86-x64, KB3020370-x86-x64, KB3023215-x86-x64, KB3032655-x86-x64, KB3045645-x86-x64, KB3048761-x86-x64, KB3051768-x86-x64, KB3055642-x86-x64, KB3061518-x86-x64
  • এড করা হয়েছেঃ KB3022345-x86-x64 (এর বদলেঃ KB2882822-x86-x64)
  • এড করা হয়েছেঃ KB3045171-x86-x64 (এর বদলেঃ KB2957503-x86-x64 & KB3034344-x86-x64)
  • এড করা হয়েছেঃ KB3046002-x86-x64 (এর বদলেঃ KB2971850-x86-x64)
  • এড করা হয়েছেঃ KB3048070-x86-x64 (এর বদলেঃ KB2832414-x86-x64 & KB2861191-x86-x64)
  • এড করা হয়েছেঃ KB3049563-IE8-x86-x64 (এর বদলেঃ KB3038314-IE8-x86-x64)
  • এড করা হয়েছেঃ KB3049563-IE9-x86-x64 (এর বদলেঃ KB3038314-IE9-x86-x64)
  • এড করা হয়েছেঃ KB3049563-IE10-x86-x64 (এর বদলেঃ KB3038314-IE10-x86-x64)
  • এড করা হয়েছেঃ KB3049563-IE11-x86-x64 (এর বদলেঃ KB3038314-IE11-x86-x64)
  • এড করা হয়েছেঃ KB3050941-x64 (এর বদলেঃ KB2706045-x64)
যা যা লাগবেঃ
- ৫ জিবি হার্ডডিস্ক
- ১ জিবি র‌্যাম

যেভাবে ইন্সটল করবেনঃ
  • প্রথমে Windows Software Development Kit (SDK) for Windows 8.1 এটা ডাউনলোড করে। আপনার কম্পিউটারে ইন্সটল করে নিন। ১.২ জিবি ফ্রি জায়গা লাগবে। ইন্টারনেট দরকার আছে।
  • তারপর UpdatePack7R2-15.5.15.exe (Run as Adminstrator). ইন্টারনেট দরকার নেই।
  • প্রথম ইন্সটল ধাপে ১০০ টা আপডেট ফাইল ইন্সটল হবে। তারপর পিসি রিস্টার্ট নিবে (২ বার)।
  • ২য় ধাপে ৮৮ টা আপডেট ফাইল ইন্সটল হবে। তারপর পিসি রিস্টার্ট নিবে (২ বার)।
  • ডিস্ক ক্লিনআপ হবে।
  • মিনিমাম দেড় ঘন্টা সময় লাগবে।

Download (size 632 MB) |  UpFile Link
MD5: f0b494d44a62973a237a0dc1db735365 *UpdatePack7R2-15.5.15.exe
List of updates and change history..
Blogger Widgets..