Wednesday, August 26, 2015

আর দৌড়াতে হবেনা AdSense এর পেছনে, একবার ব্যবহার করেই দেখুন

পোস্ট করেছেন    

যাদের ওয়েবসাইট আছে শুধুমাত্র তাদের জন্য লেখাটি। আমরা অনেকেই অনেক Ad Network ব্যবহার করি সাইট থেকে টাকা ইনকাম করার জন্য। কেউ বা দেশী কেই বা বিদেশী অ্যাড ব্যবহার করে থাকি। আবার যাদের Google AdSense এর ভেরিফাইড একাইন্ট আছে কেবল তারাই AdSense ব্যবহার করি। কিন্তু Google AdSense পাওয়া যেন তামার হরিণ দুঃখিত সোনার হরিণ। আবার যারা বাংলাদেশী AdSense ব্যবহার করি যেমন Green-Red, Nufa-Ad (আমি ওটাকে কুফা অ্যাড বলি) ইত্যাতি ব্যবহার করি তারা ভাল করেই জানি কিরমন ইনকাম করা যায় ওগুলো দিয়ে ভিজিটর কম হলে দিন মাত্র ১০-২০ টাকা (বাংলা টেহা ৳৳৳৳৳, ডলার নয়) আবার কিছু কিছু আবাল সাইট তো টাকা নিয়ে উধাও, যেমন আমাদের অ্যাড (বিঃদ্রঃ এটা আমাদের বাপ দাদার অ্যাড নয়, নামই হলো আমাদের অ্যাড)। কাজেই এরকম ভন্ড সাইট এর পাল্লায় পরা মানে দড়ি ছিরে *রা খাওয়া কিংবা গাং পারি দিয়ে * (পুরোটা বলতে পারলাম না ভাই, বুঝে নিয়েন)

Google AdSense যারা ব্যবহার করি তারা ভালো করেই জানি ইনকাম বেশ ভালো তবে ঝামেলাও কম নয়। রয়েছে অনেক ধরা বাধা নিয়ম। যেমন

নিজের সাইট এর অ্যাড এ ভূলেও ক্লিক করা যাবেনা, তাহলে আইডি ভ্যান হতে দেরি হবেনা।

কপিরাইট কোন সাইট গ্রহনযোগ্য নয় (যেমন গাসান ডাউনলোড সাইট) কি গাসান বলছি বলে হাসি পাচ্ছে নাকি?

বাংলা সাইট চলবেনা।

অন্য কোন অ্যাড নেটওয়ার্ক এর সাথে একত্রে ব্যবহার করা যাবেনা ইত্যাদি ইত্যাদি

কাজেই যদি Google AdSense এর বিকল্প কিছু পাই যেটা Google AdSense এর মতই ইনকাম দেবে এবং Google AdSense এর ধরা বাধা নিয়ম থাকবেনা তাহলে খারাপ কি?


যারা এটা ব্যবহার করেন তারা উপরের চিত্র দেখেই চিনে ফেলেছেন যে আমি কিসের কথা বলছি। হ্যা আমি “রেভিনিউ হিটস” এর কথা বলছি। আমি আমার সাইটগুলোতে বর্তমানে এই বিজ্ঞাপন ব্যবহার করছি এবং প্রতিদিন মাত্র ৩-৬ হাজার ভিজিটর দিয়ে আমার আয় হচ্ছে ৩-৫ ডালার (অবশ্যই ইউ.এস ডলার $$$$, বাংলা টেহা নয়)। আর এটি ব্যবহার করার জন্য কোন ধরাবাধা নিয়ন নেই। আরোও সুভিধার বিষয় হলো কোন প্রকার বাজে বিজ্ঞাপন (যেমন পর্ন ফটো, সেক্সি এনিমেশন) দেখাবে না। কাজেই আপনি আপনার সাইট নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারেন।

আরোও একটি মজার বিষয় হলো আপনি এটি ব্যবহার করে দালালি বোনাস পেতে পারেন। মানে রেফারাল বোনাস। (আমি ওটাকে দালালিই বলে থাকি)

মানে আপনার রেফারেন্স দিয়ে দিয়ে যদি কেউ রেজিঃ করে তাহলে আপনি ও সে দুজনেই $10 ডলার পাবেন। মানে দালাল পাবে ১০ আর দালালের পেছেঞ্জার পাবে ১০ ডলার। তাই দয়া করে যদি কেই আমার দালালি ব্যবহার করে রেজিঃ করেন তাহলে দুজনেই $10 দালালি বকসিশ পেয়ে যাবো।

আমার দালালি লিংক

এবার দেখুন কিভাবে রেজিঃ করবেন।

Registration করার জন্য প্রথমে এখানে ক্লিক করুন অথবা QR Code স্ক্যানার দ্বারা এই কোডটি স্ক্যান করুন। তার পর নিচের মত একটি পেইজ আসবে

এর পর এখান থেকে SIGN UP অথকা Join Now তে ক্লিক করুন। এরপর আপনার নাম, সাইট এর নাম, ট্রাফিক টাইপ, সাইট URL এবং সাইট এর ধরন সিলেক্ট করুন। এবার স্টেপ-২ এ আপনার ইউজার নেই, ইমেইল ও মোবাইল নম্বর দিয়ে সাবমিট করুন। ব্যাস কাজ শেষ। এরপর এইকাউন্ট এ লগইন করে Placement থেকে Ad এর ধরন ও মাপ সিলেক্ট করে কোডটি আপনার সাইট এর নির্দিষ্ট যায়গায় বসিয়ে দিলেই হয়ে যাবে।

আর পেমেন্ট পাওয়ার জন্য রয়েছে তিনটি সহজ উপায়, Payoneer, PayPal এবং ব্যাংক চেক, সর্বনিম্ন $20 ডলার হলেই পেপাল বা পেওনিয়ার এ পেমেন্ট নিতে পারবেন এবং $500 হলে ব্যাংক চেক নিতে পারবেন।

এটি এড ইম্প্রেশন বা কিকে অর্থপ্রদান করেন না বরং এটি সিপিএ ভিত্তিতে টাকা প্রদান করে। কোন সাইটের ভিজিটর যদি প্রতিদিন 1000 হয় আর সাইটের ইম্প্রেশন যদি 3000 হয় এবং CPM রেইট যদি $1 ডলার হয় তাহলে সেই সাইটের ইনকাম হবে (3000/3) X 1 = $3 ডলার।  আর হ্যা এটি প্রতি ১২ ঘন্টা থেকে ২৪ ঘন্টা পর পর আপডেট দেখায়।

6 comments:

  1. hello
    আমি আপ্অনার সাথে সরাসরি contact করতে চাই।
    $ কিভাবে কত দিন পর withdrew করা যায় তা জানার জন্য।

    ReplyDelete
  2. হা হা। লেখাগুলো ভাল লাগল। আমি ইউটিউবে এডসেন্স ব্যাবহার করি। cpc ভাল। কারন আমি সিংগাপুর থেকে ইউজ করি।
    don't forget to visit my youtube channel.
    www.youtube.com/mvideosr24

    ReplyDelete
  3. হা হা। লেখাগুলো ভাল লাগল। আমি ইউটিউবে এডসেন্স ব্যাবহার করি। cpc ভাল। কারন আমি সিংগাপুর থেকে ইউজ করি।
    don't forget to visit my youtube channel.
    https://www.youtube.com/mvideosr24

    ReplyDelete
  4. হা হা। লেখাগুলো ভাল লাগল। আমি ইউটিউবে এডসেন্স ব্যাবহার করি। cpc ভাল। কারন আমি সিংগাপুর থেকে ইউজ করি।
    don't forget to visit my youtube channel.
    https://www.youtube.com/mvideosr24

    ReplyDelete
  5. হা হা। লেখাগুলো ভাল লাগল। আমি ইউটিউবে এডসেন্স ব্যাবহার করি। cpc ভাল। কারন আমি সিংগাপুর থেকে ইউজ করি।
    don't forget to visit my youtube channel.
    www.youtube.com/mvideosr24

    ReplyDelete
  6. আমি কি আমার গুগল ব্লগস্পট এর ব্লগসাইট টি রেভিনিও হিটস এ স্থাপন করতে পারব?

    ReplyDelete

Blogger Widgets..