আলহামদুল্লিলা।
অবশেষে পাইলাম আমার ইউটিউব চ্যানেল গুগল অ্যাডসেন্স । কিন্তু আমার গল্পটা একটু মজার।
কিছুদিন ধরে আমি Tuchtunes এর অ্যাডসেন্স ক্যাটাগরিতে গিয়া ইউটিউব থেকে কিভাবে আয় করা যায় এই বিষয় গুলো একটু ভালভাবে লক্ষ্য করি।
এবং এর ধারাবাহিকতায় আজকে আমি ইউটিউব চ্যানেল খুলি। এবং একটা মাত্র ভিডিও ৩ মিনিটের আমি নিজে তৈ্রি করে ইউটিউব চ্যানেলে আপলোড
করি। এবং আপলোড করার সাথে সাথে ইউটিউব চ্যানেল monetize এর জন্য এপ্লাই করি। এবং এর ৩০ মিনিট পরে monetization অ্যাক্টিভ হয়।
কিন্তু তখন আমার ভিডিওটি ২ বার ভিউ হয়। তাও ভিজিটর টা ছিলাম আমি।
আমি এত দিন ব্লগার নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু আজ থেকে আর না। এখন শুধু ইউটিউব।
আর আপনারা যারা অনলাইন থেকে আয় করতে চান, তারা আমার মতে ইউটিউব চেষ্টা করতে পারে।
১০০% সফল হবে।
0 comments