Wednesday, June 24, 2015

বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরকি শুভচ্ছো ও সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালই আছনে। আজ আমি টিউন করবো কিভাবে উইন্ডোস ৭ এর ওয়েলকাম স্ক্রেন পরিবর্তন করা যায়। এইটা আমার প্রথম টিউন তাই ভুল ত্রটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

 যাই হোক এবার মূল কথায় আসি।
ছোট একটি সফটওয়ার দিয়ে আপনে চাইলেই  উইন্ডোস ৭ এর ওয়েলকাম স্ক্রেন পরিবর্তন করতে পারবেন।
এর জন্য আপনাকে প্রথমে ইউটিউব এ  গিয়ে দেখতে  হবে কি ভাবে উইন্ডোস ৭ এর ওয়েলকাম স্ক্রেন পরিবর্তন করা যায়।
ইউটিউব লিংক

ভিডিও টিউটোরিয়াল এ আপনে দেখতে পাবেন কি ভাবে উইন্ডোস ৭ এর ওয়েলকাম স্ক্রেন পরিবর্তন করা যায়।
ভিডিও টিউটোরিয়াল টি দেখে এখন আপনি হইত এতক্ষণ বুঝতে পারছেন যে কি ভাবে উইন্ডোস ৭ এর ওয়েলকাম স্ক্রেন পরিবর্তন করা যায়।
উইন্ডোস ৭ এর ওয়েলকাম স্ক্রেন পরিবর্তন করার সফটওয়ার টি ইউটুব ভিডিও এর নিচে ডাউনলোড লিংক দিয়ে দেওয়া আছে ডাউনলোড করে নিন।

বিজ্ঞাপনের জন্য বরাদ্দ স্থান বিজ্ঞাপন বুকিং এর জন্য এখনই ফোন করুন ০১৭১৯২০২০১৯ নম্বরে

Monday, June 22, 2015

আমি আজকে আপনাদের সাথে কথা বলব কিভাবে ইউটিউব থেকে খুব সহজেই আয় করা যায় সেই বিষয় নিয়ে।

১/ অ্যাডসেন্স এর মাধ্যমে আয়।


আমরা অনেকেই মনে করি অনলাইনে আয় করতে হলে ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, এসইও, ইমেইল মার্কেটিং, ইত্যাদি জানা থাকা লাগবে, কিন্তু এটি  ভুল ধারনা। আপনি যেই পেশাতেই নিয়োজিত থাকুন না কেন আপনিও আয় করতে পারেন অনলাইন থেকে আর তা হল ইউটিউব এর মাধ্যমে।
ধরুন আপনি খুব ভাল বাঁশি বাজাতে পারেন অথবা মেজিক দেখাতে পারেন,ভাল রান্না করতে পারেন মানে আপনি যেই  জিনিসটা খুব ভাল পারেন সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করুন। তারপর  সেই ভিডিও আপনার ইউটিউব চ্যানেল এ আপলোড করে অ্যাডসেন্স এর মাধ্যমে আয় করতে পারেন

২/ ইউটিউব ট্রাফিক থেকে ব্লগের মাধ্যমে আয়।


ধরে নিলাম আপনার একটি  ব্লগ আছে আর সেই ব্লগের জন্য ট্রাফিক প্রয়োজন।
ইউটিউব হতে পারে  আপনার ব্লগের সবচাইতে শক্তিশালি ট্রাফিক মাধ্যম।
আপনার ব্লগে যেই বিষয় নিয়ে লিখালিখি হয় সেই বিষেয়র উপর একটি ভিডিও তৈরি করে ইউটিউব থেকে পেতে পারেন আপনার সবচাইতে কাঙ্কিত ট্রাফিক।
আনলিমিটেড ট্রাফিক এর জন্য ইউটিঊব এর বিকল্প আর কিছুই হতে পারে না।
Seo এক্সপার্টরাও এখন ব্লগ এর একটি ভালমানের ব্যাকলিংক এর জন্য  ইউটিইউবকে গুরুত্ব দেন।
আপনি ইউটিউব থেকে খুব সহজেই পেতে পারেন আপনার ব্লগের একটি শক্তিশালি ব্যাকলিংক।
ব্লগ থেকে কিভাবে বিভিন্ন পদ্বতিতে আয় করতে হয় সে বিষয়ে টেকটিউনস এ এর আগে অনেকেই লিখালিখি করেছেন তাই সে বিষয়ে আর গেলাম না।

৩/ অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আয়


যারা অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাতে জড়িত আছেন তারাই শুধু বলতে পারবেন অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে ইউটিউব ট্রাফিক কতটা গুরুত্বপূর্ণ।
আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্ট এর একটি ভাল মানের রিভিউ ভিডিও তৈরি করে সেই ভিডিও থেকে পেতে পারেন আপনার সম্ভাব্য ক্রেতাকে।
অ্যাফিলিয়েট মার্কেটিং এ যতোগূলো ফ্রি ট্রাফিক মেথড আছে তার মাজে সবচাইতে গুরুত্বপূর্ণ মেথড হল ইউটিউব ট্রাফিক।
ইউটিউব এর মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করে প্রতি মাসে খুব ভাল মানের একটি অ্যামাউন্ট আয় করা সম্ভব।
সব শেষে একটি কথা বলতে চাই কারো ভিডিও চুরি করে সেই ভিডিও আপনার চ্যানেলে আপলোড করবেন না। কথা আছে, চোরের দশদিন আর সাধুর একদিন।


Image result for paypal

আসসালামুআলাইকুম, আশা করি  আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। রোজার মাস, তাই আশা করি সবাই রোজা আছেন। যাই হোক বেশি কথা না বারিয়ে কাজের কথায় আশি।
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বাংলাদেশ থেকে পেপাল  Phone Verify করা যায়।
Paypal Phone Verify করার জন্য আপনার যে এপসটা লাগবে তার নাম ডিংটোন। প্রথমে এপসটা ডাউনলোড করে আপনার স্মার্ট ফোনে ইন্সটল করে নিনি। ইন্সটল হয়ে গেলে  এখানে আপনার একটি একাউন্ট তৈরি করুন। (Viber ও WhatsApp এর মতো এখানে একাউন্ট করা অনেক সহজ তাই এ নিয়ে বিস্তারিত লিখলাম না।)
একাউন্ট তৈরি হয়ে গেলে নিচের মতো একটি পেইজ পাবেন।
এখান থেকে Get a Dingtone Phone Number এ ক্লিক করুন। নিচের মতো একটি পেইজ আসবে।



এবার  U.S./CA এ ক্লিক করুন, নিচের মতো আসবে।
এবার  Continue এ ক্লিক করুন, নিচের মতো আসবে।
এবার Enter a U.S./CA Area code or city এখানে ক্লিক করে আপনার পেপালে যে Area code or city দেওয়া আছে সেটা বসান যেমন : আপনপর পেপালে যদি ক্যালিফোরনিয়া সিটি দেওয়া থাকে তাহলে এখানে Area code 94108 হবে। এবার  Search এ Click  করে আপনার পছন্দের একটি নাম্বার কিনুন।
সফল ভাবে নাম্বার কেনা হয়ে গেলে ডিংটোন এর হোম পেইজ থেকে My Account এ Click করুন, নিচের মতো আসবে।
এখান থেকে Link Second Phone Number এ ক্লিক করে আপনার ক্রয়করা নাম্বারটির সাথে Add করে দিন। এবার আপনার U.S এর নাম্বারের সকল কল এবং এস এম এস আপনার ডিংটোন এপসে আসবে।

Image result for grameenphone

আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের সুভেচ্ছা। আমি আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি বিশেষ পদ্ধতি। যাদের জিপি সিম গত ৩ মাস বা তার বেশি সময় যাবত বন্ধ আছে তারা আমার এই পদ্ধতিতে মোট ৪ জিবি ইন্টারনেট মাত্র ৪৫ টাকায় নিতে পারবেন। এর জন্য আপনাকে ২ টি ধাপে এগুতে হবে। ১ম ধাপে আপনি পাবেন ১০.৩৫ টাকায় ১জিবি(রেগুলার)+১জিবি(ফেসবুক)=২জিবি ডাটা। এবং ২য় ধাপে আপনি মাত্র ৩৫ টাকায় পাবেন ২জিবি(রেগুলার) ডাটা।
আসুন কিভাবে করবেন দেখে নিন---
১ম ধাপঃ
আপনার বন্ধ সংযোগটি ২০ টাকা রিচার্জ করে চালু করুন(বিচ্ছিন্ন সংযোগের ক্ষেত্রে প্রথমে কার্ড রিচার্জ করতে হবে)। তারপর ডায়াল করুন *৫০০*৯১#।
আপনার বালেন্স থেকে ১০.৩৫ টাকা কেটে নিবে এবং ২জিবি ডাটা পাবেন যার ১জিবি(রেগুলার)+১জিবি(ফেসবুক)।মেয়াদ ৩০ দিন।
২য় ধাপঃ
এবার রিচার্জ করুন ২৯ টাকা। আপনার মোট টাকা হবে ৯.৬৫+২৯.০০= ৩৮.৬৫ টাকা। এখন আপনাকে জিপি ৭৫ এম্বি প্যাক কিনতে হবে। যার মুল্য ৩৫ টাকা + ভ্যাট। এর জন্য 75MB লিখে 9999 নাম্বার এ পাঠিয়ে দিন। সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন ৭৫ এম্বি। কিন্তু... ২ জিবি কোথাই পাবেন???
...
হ্যাঁ অবশ্যই পাবেন। এর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে ৭২ ঘন্টা। ৭২ ঘন্টার মদ্ধেই আপনি পেয়ে যাবেন বাকি ২জিবি (রেগুলার) প্যাক। মেয়াদ হবে ৩০ দিন।
তাহলে আপনার মোট ডাটার পরিমান হলো- ১জিবি(রেগুলার)+১জিবি(ফেসবুক)+২জিবি (রেগুলার) = ৩জিবি রেগুলার + ১জিবি ফেসবুক = ৪জিবি ডাটা...!!!!!
এটা আমি কয়েকটি সিম এ ট্রাই করে সফল হয়েছি। এবং ৪ জিবি করে ডাটা উপভোগ করছি।

Sunday, June 21, 2015

সবাইকে স্বাগতম জানাচ্ছি হ্যাক স্কুল বিডি'র হ্যাকিং টিউটোরিয়ালে,।
আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে ফেইক SMS সেন্ড করে  জি-মেইল একাউন্ট হ্যাক করা যায়।

তবে প্রথমেই আমি বলে দেয় এর জন্যে যা যা দরকার হবেঃ

১. যার একাউন্ট হ্যাক করতে চান তার জি-মেইল একাউন্ট। 
২. জি-মেইলের একটি অপশন আছে যেটাতে জি-মেইল গ্রাহক চাইলে তার ফোন নম্বর এড করতে পারে পরবর্তিতে সে নাম্বারটি পাসওয়ার্ড রিকভারির কাজে ব্যবহার করার জন্যে। 

এই পদ্ধতিতে জি-মেইল একাউন্ট হ্যাক করতে আপনার কি কি করা লাগবে ? 

১. ইনফরমেশন গ্যাদারিংঃ আপনি যার একাউন্ট হ্যাক করতে চান (জি-মেইল) তার জি-মেইল একাউন্ট কি 
সেটা আপনার জানা থাকা লাগবে  এবং তার সাথে সাথে আপনি যার একাউন্ট হ্যাক করতে চান সে জি-মেইলে তার কোন ফোন নম্বরটি ব্যবহার করেছে, সে ফোন নম্বরটিও আপনার জানা থাকা লাগবে। 
২. সোস্যাল ইঞ্জিনিয়ারিংঃ সোস্যাল ইঞ্জিনিয়ারিং শেখার কিছু না। এই বিষয়টি  সম্পুর্ন নির্ভর করছে আপনার 
বুদ্ধিমত্তার উপরে, Simply যদি  বলতে চাই তাহলে ব্যাপারটি হচ্ছে, যাকে আপনি হ্যাক করতে চান তাকে আপনার বোকা বানানো লাগবে,  যাতে ভিকটিম সেটাই করে যেটা আপনি তার মাধ্যমে করাতে চাচ্ছেন। 
(ব্যাপারটি টিউটোরিয়ালের পরবর্তি অংশে বুঝতে পারবেন) 

যায় হোক এখন শুরু করবো আসল কাজ প্রথমেই জি-মেইলের ওয়েবসাইটে যান। নিচে মার্ক করা অংশিটিতে ক্লিক করুন, অর্থাৎ Need Help ? এই লেখাটিতে ক্লিক করুন।

তারপর এই পেইজটি আসবে সেখানে " i don't know my password" লেখাটির পাশের গোল বৃত্তটি
সিলেক্ট করুন। এবং email address লেখার জন্যে যে বক্সটি এসেছে সেখানে ভিকটিমের ই-মেইল
এড্রেসটি দিন
এরপর আপনাকে একটি ক্যাপচা পূরন করতে বলবে সেটা ঠিক ভাবে পূরন করুন।
এইবার নিচের স্ক্রিনশটটি লক্ষ্য করুন, সেখানে আপনার কাছে জানতে চাইবে " Enter the last
password you remember" আপনার নিশ্চয় জানা নেই যে লাস্ট পাসওয়ার্ড কি ব্যবহার করেছিলো
ভিকটিম, সুতারাং i don't know তে ক্লিক করুন।
-
এরপরে আপনার কাছে জানতে চাইবে যে একাউন্ট ভেরিফিকেশন কোডটি কিভাবে রিসিভ করতে চান
আপনি, এখন আপনার সিলেক্ট করতে হবে: A Text Message (SMS) লেখা অপশনটি।
অপশনটি সিলেক্ট করে কন্টিনিউ তে ক্লিক করুন।
ভিকটিমের মোবাইল নাম্বারে একটি মেসেজ গিয়েছে যেখানে রিসেট কোডটি দেওয়া আছে,এখন আপনার কাজ হবে যেকোনো ভাবে সে কোডটি সংগ্রহ করে, নিচের ছবি'তে আসা বক্সটিতে কোডটি লেখে প্রসিড করা।
এখন হচ্ছে আসল কাজ...

কিভাবে সংগ্রহ করবেন ভিকটিমের ফোনে সেন্ড হওয়া রিসেট কোডটি ?

প্রথমেই সহজ পদ্ধতির কথা বলি, আপনি যার একাউন্ট হ্যাক করতে চান সে যদি আপনার পরিচিত কেউ হয় এবং তার মোবাইল ডিভাইসে আপনার ফিজিক্যালি এক্সেস থাকে তাহলে আপনি যে সময় কাজ টি করতে চান সে সময়ে তার মোবাইল সেটটি আপনার হাতে রাখুন।  বুঝতেই পারছেন তারপর কি করা লাগবে  :P
দ্বিতীয় পদ্ধতিটি কঠিন না, কিন্তু এটাতে আপনার সফলতার সম্ভাবনা নির্ভর করছে আপনি যার একাউন্ট হ্যাক করতে চান তাকে আপনি কিভাবে ট্র্যাপে ফেলছেন সেটার উপর এবং আপনি যার একাউন্ট হ্যাক করতে চান সে কতটা বুদ্ধিমান সেটার উপরে। আমি আপনাদের একটি সহজ পদ্ধতি দেখিয়ে দিতে পারি, কিভাবে আপনারে ভিকটিমের কাছে থেকে রিসেট কোডটি সংগ্রহ করতে পারেন সে ব্যাপারে। ভিকটিমের কাছে যখন রিসেট কোডটি মেসেজ দিবে তখন সে নিশ্চয় খানিকটা অবাক হবে যে, কে করলো এই কাজ ? নিশ্চয় কেউ আমার একাউন্ট হ্যাক করার ট্রাই করছে। এখন আমি একটি মেসেজ লিখে দিচ্ছি, যেটা আপনি ভিকটিমের নাম্বারে সেন্ট করে তাকে তার রিসেট কোড আপনার নাম্বারে পাঠাতে বলতে পারেন, সে ক্ষেত্রের একটা ছোটো সমস্যা হচ্ছে, বাংলাদেশি নাম্বার হলে হয়তো অনেকেই বিশ্বাস করতে চাইবে না, সে ক্ষেত্রে কি করা উচিত আপনি বুদ্ধি খাটিয়ে বের করতে পারেন ;) 
মেসেজটিঃ
This is Google. There has been unauthorized activity on your account. Please reply with your verification code.
মেসেজটি পাওয়ার পরে যদি ভিকটিম রিসেট কোডটি আপনার কাছে সেন্ড করে তাহলে কি করা লাগবে তা
আপনারা ভালো মতন ই জানেন ;)
রিসেট কোডটি প্রবেশ করানোর পরে নতুন পাসওয়ার্ড লেখার  পেইজ আসবে, সেখানে আপনার যা ইচ্ছেপাসওয়ার্ড দিয়ে, তারপরে লগিন করে নিতে পারেন আপনার ভিকটিমের একাউন্টে  :)  ধন্যবাদ সবাইকে টিউনটি পড়ার জন্যে। যদি ভালো লেগে থাকে তাহলে  টিউনমেন্ট করার জন্যে এবং লেখাটি শেয়ার করার জন্যে অনুরোধ করছি। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় বা টিউনে কোনো ভুলদেখে থাকেন তাহলে অবশ্যই টিউনমেন্টে জানান।
সুপ্রিয় অনলাইন জগৎ সাইটের সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই কুশলেই আছেন। আজকের টিউনে আলোচনা করব ব্লগার সাইটের একটি উইগেট বিষয় নিয়ে। সেটি হচ্ছে ব্লগার নিউজ টিকার। হ্যা নিউজ টিকার হল আপনার ব্লগ সাইটের সাম্প্রতিক টিউন আপডেট যাহা শিরোনাম হিসাবে স্ক্রল ভাবে শো হতে থাকবে। আপনারা হয়ত বিভিন্ন টিভি চ্যানেলের পর্দাতে দেখেছেন বিভিন্ন সংবাদ শিরোনাম স্কলভাবে শো হতে। হ্যা এটাই হল নিউজ টিকার।
যাইহোক আপনি ইচ্ছা করলে আপনার ব্লগার সাইটে এটি যোগ করে অসাধারন ইন্টারফেস লুক করতে পারবেন। টিটিতে অবশ্য এই বিষয় নিয়ে প্রায় ৮/১০ টি টিউন রয়েছে। বাট সেখানকার কোড গুলো অনেক বড়/অপ্রয়োজনীয় হয়ে যায় যা আপনার ব্লগ সাইট ওপেন হতে বিলম্ব করতে পারে।
আজ আমি যে কোডটি দিব তা অনেক ছোট এবং আপনার সাইটকে স্লো করবে না। আমি নিজেও ব্যবহার করছি।

কিভাবে কাজটি করব?

প্রথমে আপনার ব্লগস্পট সাইটে লগইন করে টেমপ্লেট এডিট অংশে প্রবেশ করুন> Ctrl + F প্রেস করে সার্চ করুন <div id='content-wrapper'>কোডটি খুজে পাইলে নিচের কোডগুলো  ঠিক এর উপরে পেষ্ট করুন > এবার টেমপ্লেট সেইভ করে কাজের মান যাচাই করুন।
<div style='width:1050px;height:20px;position:relative;'>
<script type='text/javascript'>
var blog_url = 'http://www.abdullahinfolab.blogspot.com';
var latest_post = 10;
var scrolling_speed = 8;
var close_button = true;
var info_text = true;
</script>
<script src='<script src="http://files.allbloggertricks.com/Scripts/abt-ticker.js">'/>
</div>
<br/>
<br/>
<div style='clear:both;'/>

কাজের প্রিভিউ 

নির্দেশনা

আপনি ইচ্ছা করলে কোডের সংকেত পরিবর্তন করে ভিন্ন ভাবে প্রিভিউ করতে পারেবেন-
var blog_url - এখানে আপনার ব্লগের ঠিকানা দিন
var latest_post - কতটি টিউন শো করতে চান তার সংখ্যা যেমন: ১০
var scrolling_speed - কত স্পীডে শো করতে চান
var close_button - অন/অফ বাটন যুক্ত করতে
var info_text - আপনি যা শো করাতে চান তা দিতে পারেন যেমন- "Latest Articles" and RSS icon.
পরিশেষে কোন সমস্যা থাকলে টিউমেন্ট করতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই, পরবর্তী টিউন দেখা হবে!
আসালামালাইকুম   আসা করি সবাই  ভাল  আসেন আমিও  ভাল   জাই  হক কথা না বারাইয়া  কাজের  কথা বলি
বিক্রয় ডটকম অথবা এখানে ডটকম এর মত   এরকম সাইট আমার বানানো  ইসছা ছিল   এবং বানাই ছিলাম ওয়ার্ডপ্রেস  দিয়া এক বসর চালাইয়া র রেনু করি  নাই, কারন আইসব সাইট এ অনেক টাকা ইনবেষষ্ট করতে হয়, করলে লাভ পাওা যাবে না হলে হারিকান হাতে,   যাই কারো ইসছা থাকলে  ফ্রী  থিম করা  দিয়া করতে  পারো,   নিছে নিওম দিসছি,

আগে আপনাকে ভাল মানের ওয়েব Hosting  ও সন্দুর একটা ডোমেইন নিতে  হবে


তার পর চাই থিম    থিম ডেমো  দেখুন     ডেমো  ২ দেখুন


এই থিম দিয়া আপনি  আলদা আলাদা এলাকা জগ করা যাবে
এবং আরও অনেক কিছু  ফ্রী  তে এড করতে পাবেন, যেমন প্লালাগিন ফেসবুক

Simple, ready-to-use and customisable map theme of Hungary. This free theme is ideal if you want to make it easier for your users to find products and services in their own state, region or city. It will allow users to classify and filter their ads a... এ ফ্রী  clasied softare  desing,, ahvgsajcsd, best  largest site,  clasifed,

সবাই ভাল থাকবেন কোন প্রব্লেম হলে জানাবেন
আসসালামু আলাইকুম,আশা করি ভাল আছেন,আমিও আপনাদের দোয়ায় ভাল আছি,মূল কথায় আসি,আসলে ব্লগস্পটে ফেইসবুক টিউমেন্ট বক্স এড করার জন্য গুগলে সার্চ করে দেখলাম,হাজার হাজার টিউন,তবে একটি টিউন ও আমার ভাল লাগার মত চোঁখে পড়েনি,আবার দেখলাম বেশি ভাগ টিউনে ফেইসবুক টিউমেন্ট বক্স এড করার কিছু কোড শেয়ার করেছে,ঐ কোড এর মাঝখানে লিখা থাকে YOUR-FB-APP-ID কিন্তু অনেকে FB-APP-ID কি চিনেন না,ফলে আর টিউন টি কাজে লাগেনা,আমার আজকের টিউন টি একদম সহজ ভাবে তুলে ধরেছি,আপনাদের জন্য,চলুন টিউন টি কাজে লাগাই,শুরু করি ফেইসবুক টিউমেন্ট বক্স ব্লগে এড করার কাজ
প্রথমে আপনার ফেইসবুকে লগিন করুন
তার পর এই লিস্কস এ যান নিচের মত আসবে
উপরের ছবির মত My Apps হতে ড্রপডাউন এ গিয়ে Add a new App এ ক্লিক করলে নিচের মত আসবে
উপরের ছবির মত WWW লগুতে ক্লিক করলে নিচের মত আসবে
উপরের ছবির মত একটি খালি জায়গা আসবে ঐ খানে কিছু লিখুন আমি AlamCox লিখেছি,লিখার পরে নিচের মত হবে
উপরের ছবির মত Create New Facebook App ID বাটনে ত ক্লিক করলে নিচের মত আসবে

উপরের ছবির মত Category হিসাবে Business সিলেক্ট করে Create App ID বাটন ক্লিক করলে নিচের মত আসবে
(১)  উপরের ছবির মত উপরের javaScript কোড গুলো কপি করে আপনার ব্লগের টেমপ্লেটের Edit HTML সেকশনে গিয়ে <body> এর পরে অথবা </body> আগে পেষ্ট করুন
(২) তার পর আপনার ব্লগের টেমপ্লেটের <b:include data='post' name='post'/> খোঁজ করুন এই লাইন এর পরে  নিচের কোড গুলো Copy করে পেষ্ট করুন
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<div id='fb-root'/>
<script>(function(d){
var js, id = 'facebook-jssdk'; if (d.getElementById(id)) {return;}
js = d.createElement('script'); js.id = id; js.async = true;
js.src = &quot;//connect.facebook.net/en_US/all.js#xfbml=1&quot;;
d.getElementsByTagName('head')[0].appendChild(js);
}(document));</script>
<div style='margin: 20px 0 0 0;background:white;border:1px solid silver;'><fb:comments colorscheme='light' data-version='v2.3' expr:target="_blank" href='data:post.canonicalUrl' expr:title='data:post.title' expr:xid='data:post.id' width='100%'/></div>
</b:if>
এরপর টেমপ্লেট সেভ করুন,দেখুন কত সুন্দর ভাবে টিউমেন্ট বক্স এড হয়ে গেছে উপকৃত হলে টিউমেন্ট করতে ভুলবেন না
আপনার কম্পিউটার থেকে আপনি ছাড়া আর কেউ কোন ফাইল ডিলিট, কাট, কপি, পেস্ট এবং রিনেম করতে পারবে না।
আমরা অনেকেই একটা পিসি যৌথ ভাবে বা ছোট ছেলে-মেয়ে, ছোট ভাই-বোন ব্যবহার করে।
অনাকাঙ্খিত ভাবে অনেক গুরুত্বপূর্ণ ফাইল ডিলিট করে দেয় বা হয়ে যায়।
 এখন থেকে  NTFS পারমিশনের মাধ্যমে ফাইল ডিলিট, কাট, কপি, পেস্ট এবং রিনেম বন্ধ করুন।
শুধুমাত্র এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন এবং ইন্সটল করে নিন।
Download
তারপর Ctrl+P কে ইন্সটল করার সময় হট কি নির্বাচন করে দিন। আপনি ইচ্ছা করলে অন্য কোন কি কে হট কি নির্বাচন করতে পারেন।
হট কি এভাবে সেট করবেন.

তারপর Active বাটন এ ক্লিক করবেন। বন্ধ করতে চাইলে যে হট কী Ctrl+... সেট করেছিলেন সেটাই প্রেস করুন।
যে যে কাজ করবে-
1. Stops Cut
2. Stops Paste
3. Stops Copy
4. Stops Delete
5. Stops Copy To
6. Stops Move to
7. Stops Send To
8. Prevents renaming
9. Disables Task Manager’s End Process button. Also, it doesn’t allow you to right click on process name and click on end process. It also grays out the context menu items, disable Ctrl+C, Ctrl+X and Ctrl+V and/or stops the process.
সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।

বর্তমানে ব্লগিং এর জনপ্রিয়তা তুঙ্গে। প্রায় সবাই এখন টুকটাক ব্লগিং করেন। নিজের একটি ব্লগ বানাতে বেশির ভাগই ব্লগারকে বেছে নেন। যেহেতু ফ্রী ব্লগ করার জন্য ব্লগারের জনপ্রিয়তা তুঙ্গে তাই কিভাবে নিজের জন্য একটি সুন্দর ব্লগার/ব্লগস্পট সাইট তৈরি করা যায় এই নিয়ে আমার এই ইবুক।
নোটঃ সহজে বুঝার প্রতি স্টেপে স্টেপে ফটো ব্যবহার করা হয়েছে।
● ইবুকটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
Blogger Widgets..