Wednesday, August 26, 2015

যারা ব্লজ্ঞিং করেন এবং করবেন ভাবছেন তাদের কাছে google adsense জিনিসটা আশা করি নতুন করে চিনিয়ে দিতে হবে না। এক কথাতে এটা সোনার হরিন হরিণ ও বলতে পারেন। ভালো ওয়েবসাইট আর ভালো ভিসিটর হলে আপনার উপার্জনে adsense এনে দিতে পারে নতুন মাত্রা। বাংলাদেশে এমনো অনেক adsense publisher আছে যারা মাসে ৫০০০ ডলার earn করতে পারে।
এখানে প্রশ্ন আসতেই পারে adsense পাওয়া তো অনেক কঠিন কাজ। আমি কি করে পাবো ?
- ভাই কোন কাজটা সহজ বলেন ?? সব কাজই কঠিন। তবে আপনার জিনিসটা কে অতিরিক্ত কঠিন ভেবে নিচ্ছেন। তাই এটা ক্রমশ আপনাদের কাছে আর কঠিন ভাবে দাঁড়াচ্ছে। ভালো যোগ্যতা সম্পন্ন ওয়েবসাইট হলে আপনি অবশ্যই adsense পাবেন।
আজ আমরা ২ টা বিষয় জানতে চেষ্টা করবো।
adsense কত রকম
non-hosted adsense পেতে কি কি শর্ত পুরন করতে হবে।
adsense ৩ রকম হয়।
-Hosted adsense
-Non-hosted adsense
-Premium adsense

Hosted adsense 
এটা আপনি বিভিন্ন ভাবে পেতে পারেন। তবে ইউটিউব এবং ব্লগার থেকে hosted adsense পাওয়া সব থেকে সহজ রাস্তা। hosted adsense দিয়ে আপনি সুধু মাত্র ইউটিউব অথবা blogspot এ কাজ চালাতে পারবেন। নিজের কেনা ডোমেইনএ কোন কাজ করবে ন। তবে আপনি চাইলে আপনার hosted adsense কে non-hosted adsense এ আপগ্রেট করে নিতে পারেন। সে ক্ষেত্রে নিজের কেনা ডোমেইন এ এটি কাজ করবে। আপনি যদি আপনার hosted adsense অ্যাকাউন্টটি ইউটিউব থেকে আপ্প্রভ করান সে ক্ষেত্রে এটি ব্লগার ব্লজ্ঞে কাজ করবে না। ব্লগস্পটের জন্য আলাদা করে এটি আপগ্রেট করে নিতে হবে। তবে আজ কাল ব্লগস্পট হতে adsense পাওয়া অনেক দুরহ হএ গেছে। তার থেকে non-hosted adsense পাওয়াই সহজ।
Non-hosted adsense
এটাকেই মুলত adsense বলা যায়। কারন এটা দিয়ে আপানি ইউটিউব, ব্লগস্পট, নিজের কিনা ডোমেইন, হাবপেজ, সব কিছুতেই এড দিতে পারবেন তথা ব্যবহার করতে পারবেন। এটা পাওার জন্য কিছু শর্ত গুগল নির্ধারণ করে দিয়েছে। সেগুল আমি আপনাদের নিচে বলবো।

Premium adsense
সোনার হরিণ। হা ভাই এটা আসলেই সোনার হরিণ। hosted / non hosted adsense account ফেক ক্লিকের কারনে ব্যান হয়ে জেতে পারে। মনে করেন যখন ব্যান হবে তখন আপনার অ্যাকাউন্টএ ৫০০০ ডলার ছিল। অই অবস্থাতে ব্যান হলে আপনার কেমন লাগেব বলেন??? হম... premium adsense এ কোন অবস্থাতে ব্যান হওার ভয় নাই। যত খুশি ফেক ক্লিক পরুক। নো চিন্তা। আপনি যদি আপনার ওয়েবসাইটে এক মাসে ৩০ লক্ষ ভিসিটর নিয়ে আসতে পারেন তাহলে আপনার adsense টিকে গুগল premium adsense এ রুপান্তর করে দিবে।
এবার চলুন দেখি non-hosted adsense পাওার জন্য কি কি যোগ্যতা লাগবে। 
- সবার আগে একটা পুরনাঙ্গ ওয়েবসাইট থাকা লাগবে। মানে অসম্পূর্ণ হলে চলবে না। ওয়েবসাইট সাবডোমেইনএ হলে চলবে না।
- সাইটের বয়স ৬ মাসের বেশি হওয়া লাগবে।
- non-hosted adsense পাওয়ার জন্য অনেক বেশি ভিসিটর থাকা লাগবে এমন কোন নিয়ম নাই। তবে seo তে ভালো অবস্থাতে থাকা লাগবে। যেমন মেটাট্যাগে ভালো keyword, ওয়েবমাস্টারে ওয়েবসাইট সাবমিট করা থাকা লাগবে।
- website এ কিছু নির্ধারিত পাতা থাকা লাগবে। যেমন about us, contract us, privect policy
- অবশ্যই কপি করা জিনিস আপনার সাইটে রাখতে পারবেন না। unique জিনিস রাখতে হবে।
এসব মেনে আবেদন করলেই আপনিও non-hosted adsense এর মালিক হতে পারবেন। আবেদন করার ৭ দিনের মদ্ধে আবেদন মঞ্জুর করবে গুগল। নাহলে অন্য সাইট দিয়ে non-hosted adsense approve করে আপনার সাইটে ব্যবহার করতে পারেন।
তারপরেও যদি না হয় তাহলে এই পেজে কথা বলে দেখতে পারেন। এখানে অনেক কম দামে non-hosted adsense কিনতে পারবেন।
বিজ্ঞাপনের জন্য বরাদ্দ স্থান বিজ্ঞাপন বুকিং এর জন্য এখনই ফোন করুন ০১৭১৯২০২০১৯ নম্বরে

Thursday, June 25, 2015

বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরকি শুভচ্ছো ও সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালই আছনে। আজ আমি টিউন করবো কিভাবে ইউটুব ভিডিও হাই স্পিড এ ডাউনলোড করা যায় তাও আবার হাই কোয়ালিটি ভিডিও ছোট একটি সফটওয়ার দিয়ে। এইটা আমার দিতীয়  টিউন তাই ভুল ত্রটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক এবার মূল কথায় আসি।
ছোট একটি সফটওয়ার দিয়ে আপনে চাইলেই ইউটুব ভিডিও হাই স্পিড এ ডাউনলোড করতে পারবেন তাও আবার হাই কোয়ালিটি ভিডিও।
এর জন্য আপনাকে প্রথমে ইউটিউব এ  গিয়ে দেখতে  হবে কি ভাবে ইউটুব ভিডিও হাই স্পিড এ ডাউনলোড করা যায়।
ইউটিউব লিংক = https://www.youtube.com/watch?v=I-CeLkx0FJM
ভিডিও টিউটোরিয়াল এ আপনে দেখতে পাবেন কি ভাবে ইউটুব ভিডিও হাই স্পিড এ ডাউনলোড করা যায়।
ভিডিও টিউটোরিয়াল টি দেখে এখন আপনি হইত এতক্ষণ বুঝতে পারছেন যে কি ভাবে ইউটুব ভিডিও হাই স্পিড এ ডাউনলোড করা যায়।
ইউটুব ভিডিও হাই স্পিড এ ডাউনলোড করার সফটওয়ার টি ইউটুব ভিডিও এর নিচে ডাউনলোড লিংক দিয়ে দেওয়া আছে ডাউনলোড করে নিন।
সফটওয়ার টি ডাউনলোড হয়ে গেলে আপনের পিসিতে ইনস্টল করুন দেখুন নিচের ছবির মত আসবে।

এরপর ইউটুব থেকে যেই ভিডিও আপনে ডাউনলোড করবেন সেই ভিডিও এর লিংক কপি করে পেস্ট করুন সফটওয়ার এ। তারপর অনেক গুলো সাইজ আপনে দেখতে পাবেন আপনের পছন্দ মত সিলেক্ট করুন দেখুন হাই স্পিড এ ডাউনলোড হবে।

টিউনটি কেমন হয়েছে জানাবেন প্লিজ। আশা করি সবার ভাল লাগবে আর সবার কাজেও আসবে এই টিউনটি 

Wednesday, June 24, 2015


পিসি তে উইন্ডোজ ৮ বা ৮.১ চালালেও আমাদের এখনও অনেকেই আছি যারা এর অ্যাপ ষ্টোর সম্পর্কে জানি না। উইন্ডোজ ৮(এখানে সব কিছু উইন্ডোজ ৮ এবং ৮.১ এর জন্য প্রযোজ্য) এর মডার্ন বা মেট্রো অ্যাপ স্টোর এই অপারেটিং সিস্টেমে সম্পূর্ণ নতুন সংযোজন। এর  অ্যাপসগুলো(মেট্রো অ্যাপ) শুধু উইন্ডোজ ৮ এই চলে। এই অ্যাপ স্টোর আর উইন্ডোজ ফোন ৮ এর অ্যাপ স্টোর এক-ই। তবে কিছু বিশেষ অ্যাপ আছে, যারা শুধু ডেস্কটপ এ চলে, উইন্ডোজ ফোন এ চলে না,আবার বেশ কিছু অ্যাপ আছে যেগুলো শূধু উইন্ডোজ ফোন কম্প্যাটিবল।
যেহেতু ডেস্কটপ উইন্ডোজ ৮ এর স্টোর নিয়ে ইতপূর্বে কোন টিউন আমি দেখি, নি সুতরাং প্রথমে কিছু কথা বলে রাখা ভাল।
উইন্ডোজ ৮/৮.১ সক্রিয় পিসি তে অ্যাপ স্টোর এর সর্বোচ্চ সুবিধা ভোগ করতে হলে আপনার অবশ্যই-
  • মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকতে হবে, উল্লেখ্য মাইক্রোসফট এর সকল সেবা উপভোগ করতে শুধু মাত্র দরকার একটি আউটলুক ইমেইলঅ্যাকাউন্ট, যা সম্পূর্ণ ফ্রী।
  • একটি ভালো স্পিড এর ইন্টারনেট কানেকশন থাকতে হবে।  ব্রডব্যান্ড হলে বেস্ট, মডেম বা কোন মিটারড কানেকশন ব্যবহার না করাই বেটার, কারণ কিছু অপশন আছে, যেগুলো আনচেক করা না হলে অনবরত ডাটা ব্যবহার হতে থাকবে, এতে আপনার কিছু বুঝে ওঠার আগেই মডেমের ডাটা/ ভলিউম শেষ হয়ে যবে, পরবর্তীতে দোষটা আশা করি আমার ওপর-ই দেয়া হবে। সুতরাং, Be সাবধান।
শুরুতেই আপনার পিসিতে মাইক্রোসফট অ্যাকাউন্ট এর আইডি পাসওয়ার্ড দিয়ে কোন মেট্রো অ্যাপ এ ক্লিক করে  লগ ইন করে নিন। এতে আপনার উইন্ডোজ এর অ্যাকাউন্টটি আপনার মাইক্রোসফট এর অ্যাকাউন্টে রুপান্তরিত হবে। পিসি রি-স্টার্ট করলে দেখবেন, পাসওয়ার্ড চাচ্ছে, তখন মাইক্রোসফট অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড দিয়ে উইন্ডোজ এ লগিন করতে হবে।
সম্পূর্ণ প্রসেসটি টিউনে লিখে আপনাদের সময় কিংবা ডাটা নষ্ট করার এবং অনর্থকভাবে টিউনটির আকার বড় করার কোনরকম ইচ্ছা আমার নেই। আমরা প্রায় সবাই ইন্টারনেট জগতের সাথে মোটামুটি পরিচিত, সুতরাং কিভাবে সাইন ইন করতে হয়, তা আমরা সকলেই জানি। সুতরাং শর্টকাটে সাইন ইন প্রসেসটা বলতে গেলে এরকমঃ-
১। প্রথমে  কীবোর্ড এর উইন্ডোজ কী চাপুন(সহজ ভাবে যে কী চাপলে এক্সপি কিংবা ভিস্তা যুগে স্টার্ট মেনু ওপেন হত, সেই কী)চাপুন।
২। স্টার্ট স্ক্রিন আসবে। এবার মেইল অ্যাপ এ ক্লিক করুন।
৩। মাইক্রোসফট অ্যাকাউন্ট এর আইডি পাসওয়ার্ড চাইবে, দিয়ে দিন।
৪। আপনাকে ভেরিফাই করতে আপনার রিকাভারি মেইল অ্যাডরেস এ একটি কোড পাঠাবে, সেটি সংগ্রহ করে দিয়ে দিন,
৫। এবার ওয়ানড্রাইভ এর সেটিংস আসলে "Turn of these settings for onedrive" বা এরকম কোন লেখা থাকবে, স্ক্রিনের নিচের দিকে,  মডেম বা মিটারড কানেকশন ব্যবহারকারীরা চাইলে এখানে ক্লিক করতে পারেন।
৬। এবার একটু সময় অপেক্ষা করুন, আপনার উইন্ডোজ অ্যাকাউন্ট মাইক্রোসফট অ্যাকাউন্টে রূপান্তর হবে, তারপর মেইল অ্যাপ ওপেন হবে। আপাতত সেটি ক্রস করে দিন। কারণ আমাদের উদ্দেশ্য ভিন্ন।
৭। পিসি টা এরপর রিস্টার্ট করে নেয়াই বেটার। স্টার্ট হবার পর পাসওয়ার্ড চাইলে ভয় পাবেন না, এটা মাইক্রোসফট অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড চাচ্ছে।
৮। এবার মিটারড কানেকশন বা মডেম ব্যবহারকারীরা তাড়াতাড়ি মডেম ইন্টারনেট এর সাথে কানেক্ট করে উইন্ডোজ কী + S চেপে লিখুন "Sync"। "Sync Settings" নামে একটা অপশোন পাবেন, সেখান থেকে সব ডিজেবল করে দিন। তাছাড়া আপনার সব সেটিংস অটমেটিক্যালি মাইক্রোসফট সার্ভারে synchronize হতে থাকবে, এতে আপনার মডেমের ডাটার বারটা বাজাবে।
৮। স্টার্ট মেনু এক-ই ভাবে ওপেন করে উইন্ডোজ ষ্টোরে ক্লিক করুন।
৯। ব্যস! অ্যাপ এর ভান্ডার আপনার সামনে হাজির।
১০। এবার পছন্দমত অ্যাপ ভোজন শুরু করতে পারেন।
এবার আপনাদের সাথে কিছু মচৎকার অ্যাপ(গেম) শেয়ার করছি, আশা করি অ্যাপগুলো ইন্সটল করতে ভুলবেন না।

# Sonic Dash


অ্যান্ড্রইড এ হয়তো বা খেলেছেন এই গেম, এবার পিসি তে খেলুন। Sega Networks Inc এর তৈরি এক কথায় অসাধারণ একটি অ্যাপ সনিক ড্যাশ। Temple run এর আদলে তৈরি এই গেমটি আমার কাছে টেম্পল রানের থেকেও মজা লেগেছে, হয়তোবা আপনারও লাগবে। ট্রাই করে দেখুন-ই না একবার।

#Sushi Chop

এটি Sushi Chop এর উইন্ডোজ ভার্সন। ফ্রুট নিনজার আদলে তৈরি হলেই গেমটি ভালই বলা চলে, গেমটিতে আপনাকে একটি নির্দিষ্ট মাছকে কেটে টুকরা করতে হবে, তবে পচা মাছ হতে সাবধান!

#Rule the Kingdom


মাত্র 86.3 MB সাইজের এই গেমটি খেললে আপনি অন্তত কয়েক ঘন্টা পিসি থেকে উঠতে চাইবেন না। Age of Empires ধাঁচের গেম হলেও মোটেও বোরিং ফিল করার সুযোগ নেই।

#Super Party Sports


ফুটবল তো আমরা সবাই খেলেছি। এবার একটু অন্যভাবে ফুটবল টা খেলব। কিভাবে তা বলব না, গেমটা ইন্সটল করে রান করলেই বুঝতে পারবেন, আর 'বোর' ফিল করার সুযোগ পাবেন না, গ্যারান্টি!


 #Ice Age Adventures


Ice age movie তো দেখেছেন, না দেখলেও প্রব্লেম নাই, যারা Adventurous game খেলতে ভালবাসেন তাদের জন্য ভালো গেমটি। গেমটি তৈরি করেছে Gameloft..


আজকে এই পর্যন্তই, উইন্ডোজ পিসি'র অ্যাপ শেয়ার করার ভিত্তি স্থাপন করে গেলাম (হা হা হি হি  :D)। আশা করি অনেক টিউনার পরবর্তীতে পিসি ভার্সন উইন্ডোজ স্টোর মেট্রো অ্যাপ শেয়ার করবেন।
সমস্যা হলে টিউমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।
বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরকি শুভচ্ছো ও সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালই আছনে। আজ আমি টিউন করবো কিভাবে উইন্ডোস ৭ এর ওয়েলকাম স্ক্রেন পরিবর্তন করা যায়। এইটা আমার প্রথম টিউন তাই ভুল ত্রটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

 যাই হোক এবার মূল কথায় আসি।
ছোট একটি সফটওয়ার দিয়ে আপনে চাইলেই  উইন্ডোস ৭ এর ওয়েলকাম স্ক্রেন পরিবর্তন করতে পারবেন।
এর জন্য আপনাকে প্রথমে ইউটিউব এ  গিয়ে দেখতে  হবে কি ভাবে উইন্ডোস ৭ এর ওয়েলকাম স্ক্রেন পরিবর্তন করা যায়।
ইউটিউব লিংক

ভিডিও টিউটোরিয়াল এ আপনে দেখতে পাবেন কি ভাবে উইন্ডোস ৭ এর ওয়েলকাম স্ক্রেন পরিবর্তন করা যায়।
ভিডিও টিউটোরিয়াল টি দেখে এখন আপনি হইত এতক্ষণ বুঝতে পারছেন যে কি ভাবে উইন্ডোস ৭ এর ওয়েলকাম স্ক্রেন পরিবর্তন করা যায়।
উইন্ডোস ৭ এর ওয়েলকাম স্ক্রেন পরিবর্তন করার সফটওয়ার টি ইউটুব ভিডিও এর নিচে ডাউনলোড লিংক দিয়ে দেওয়া আছে ডাউনলোড করে নিন।

Sunday, June 21, 2015

সবাইকে স্বাগতম জানাচ্ছি হ্যাক স্কুল বিডি'র হ্যাকিং টিউটোরিয়ালে,।
আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে ফেইক SMS সেন্ড করে  জি-মেইল একাউন্ট হ্যাক করা যায়।

তবে প্রথমেই আমি বলে দেয় এর জন্যে যা যা দরকার হবেঃ

১. যার একাউন্ট হ্যাক করতে চান তার জি-মেইল একাউন্ট। 
২. জি-মেইলের একটি অপশন আছে যেটাতে জি-মেইল গ্রাহক চাইলে তার ফোন নম্বর এড করতে পারে পরবর্তিতে সে নাম্বারটি পাসওয়ার্ড রিকভারির কাজে ব্যবহার করার জন্যে। 

এই পদ্ধতিতে জি-মেইল একাউন্ট হ্যাক করতে আপনার কি কি করা লাগবে ? 

১. ইনফরমেশন গ্যাদারিংঃ আপনি যার একাউন্ট হ্যাক করতে চান (জি-মেইল) তার জি-মেইল একাউন্ট কি 
সেটা আপনার জানা থাকা লাগবে  এবং তার সাথে সাথে আপনি যার একাউন্ট হ্যাক করতে চান সে জি-মেইলে তার কোন ফোন নম্বরটি ব্যবহার করেছে, সে ফোন নম্বরটিও আপনার জানা থাকা লাগবে। 
২. সোস্যাল ইঞ্জিনিয়ারিংঃ সোস্যাল ইঞ্জিনিয়ারিং শেখার কিছু না। এই বিষয়টি  সম্পুর্ন নির্ভর করছে আপনার 
বুদ্ধিমত্তার উপরে, Simply যদি  বলতে চাই তাহলে ব্যাপারটি হচ্ছে, যাকে আপনি হ্যাক করতে চান তাকে আপনার বোকা বানানো লাগবে,  যাতে ভিকটিম সেটাই করে যেটা আপনি তার মাধ্যমে করাতে চাচ্ছেন। 
(ব্যাপারটি টিউটোরিয়ালের পরবর্তি অংশে বুঝতে পারবেন) 

যায় হোক এখন শুরু করবো আসল কাজ প্রথমেই জি-মেইলের ওয়েবসাইটে যান। নিচে মার্ক করা অংশিটিতে ক্লিক করুন, অর্থাৎ Need Help ? এই লেখাটিতে ক্লিক করুন।

তারপর এই পেইজটি আসবে সেখানে " i don't know my password" লেখাটির পাশের গোল বৃত্তটি
সিলেক্ট করুন। এবং email address লেখার জন্যে যে বক্সটি এসেছে সেখানে ভিকটিমের ই-মেইল
এড্রেসটি দিন
এরপর আপনাকে একটি ক্যাপচা পূরন করতে বলবে সেটা ঠিক ভাবে পূরন করুন।
এইবার নিচের স্ক্রিনশটটি লক্ষ্য করুন, সেখানে আপনার কাছে জানতে চাইবে " Enter the last
password you remember" আপনার নিশ্চয় জানা নেই যে লাস্ট পাসওয়ার্ড কি ব্যবহার করেছিলো
ভিকটিম, সুতারাং i don't know তে ক্লিক করুন।
-
এরপরে আপনার কাছে জানতে চাইবে যে একাউন্ট ভেরিফিকেশন কোডটি কিভাবে রিসিভ করতে চান
আপনি, এখন আপনার সিলেক্ট করতে হবে: A Text Message (SMS) লেখা অপশনটি।
অপশনটি সিলেক্ট করে কন্টিনিউ তে ক্লিক করুন।
ভিকটিমের মোবাইল নাম্বারে একটি মেসেজ গিয়েছে যেখানে রিসেট কোডটি দেওয়া আছে,এখন আপনার কাজ হবে যেকোনো ভাবে সে কোডটি সংগ্রহ করে, নিচের ছবি'তে আসা বক্সটিতে কোডটি লেখে প্রসিড করা।
এখন হচ্ছে আসল কাজ...

কিভাবে সংগ্রহ করবেন ভিকটিমের ফোনে সেন্ড হওয়া রিসেট কোডটি ?

প্রথমেই সহজ পদ্ধতির কথা বলি, আপনি যার একাউন্ট হ্যাক করতে চান সে যদি আপনার পরিচিত কেউ হয় এবং তার মোবাইল ডিভাইসে আপনার ফিজিক্যালি এক্সেস থাকে তাহলে আপনি যে সময় কাজ টি করতে চান সে সময়ে তার মোবাইল সেটটি আপনার হাতে রাখুন।  বুঝতেই পারছেন তারপর কি করা লাগবে  :P
দ্বিতীয় পদ্ধতিটি কঠিন না, কিন্তু এটাতে আপনার সফলতার সম্ভাবনা নির্ভর করছে আপনি যার একাউন্ট হ্যাক করতে চান তাকে আপনি কিভাবে ট্র্যাপে ফেলছেন সেটার উপর এবং আপনি যার একাউন্ট হ্যাক করতে চান সে কতটা বুদ্ধিমান সেটার উপরে। আমি আপনাদের একটি সহজ পদ্ধতি দেখিয়ে দিতে পারি, কিভাবে আপনারে ভিকটিমের কাছে থেকে রিসেট কোডটি সংগ্রহ করতে পারেন সে ব্যাপারে। ভিকটিমের কাছে যখন রিসেট কোডটি মেসেজ দিবে তখন সে নিশ্চয় খানিকটা অবাক হবে যে, কে করলো এই কাজ ? নিশ্চয় কেউ আমার একাউন্ট হ্যাক করার ট্রাই করছে। এখন আমি একটি মেসেজ লিখে দিচ্ছি, যেটা আপনি ভিকটিমের নাম্বারে সেন্ট করে তাকে তার রিসেট কোড আপনার নাম্বারে পাঠাতে বলতে পারেন, সে ক্ষেত্রের একটা ছোটো সমস্যা হচ্ছে, বাংলাদেশি নাম্বার হলে হয়তো অনেকেই বিশ্বাস করতে চাইবে না, সে ক্ষেত্রে কি করা উচিত আপনি বুদ্ধি খাটিয়ে বের করতে পারেন ;) 
মেসেজটিঃ
This is Google. There has been unauthorized activity on your account. Please reply with your verification code.
মেসেজটি পাওয়ার পরে যদি ভিকটিম রিসেট কোডটি আপনার কাছে সেন্ড করে তাহলে কি করা লাগবে তা
আপনারা ভালো মতন ই জানেন ;)
রিসেট কোডটি প্রবেশ করানোর পরে নতুন পাসওয়ার্ড লেখার  পেইজ আসবে, সেখানে আপনার যা ইচ্ছেপাসওয়ার্ড দিয়ে, তারপরে লগিন করে নিতে পারেন আপনার ভিকটিমের একাউন্টে  :)  ধন্যবাদ সবাইকে টিউনটি পড়ার জন্যে। যদি ভালো লেগে থাকে তাহলে  টিউনমেন্ট করার জন্যে এবং লেখাটি শেয়ার করার জন্যে অনুরোধ করছি। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় বা টিউনে কোনো ভুলদেখে থাকেন তাহলে অবশ্যই টিউনমেন্টে জানান।

Saturday, June 20, 2015

Image result for Html
টিউনের শিরোনাম দেখে বুঝতে পারছেন যে আমি HTML & CSS  নিয়ে আলোচনা করতে যাচ্ছি।
টিটোরিয়ালটি কে সহজ ভাবে বোঝার জন্য এটা কে মোট ৪৬ টা ভাগে বিভক্ত করা হয়েছে। আমি আশা করছি টেকটিউনস কমিউনিটি এটাকে চেইন টিউন এর ভিতরে জায়গা প্রদান করবে।।
যারা জানেন না HTML কি তাদের জন্য বলছি,
HTML  হলো এক ধরনের প্রোগ্রামিং ভাষা। এই প্রোগ্রামিং ভাষা দিয়ে ওয়েব সাইট বানানো হয়। এছাড়াও এর মধ্যমে এখন  FIREFOX OS এর জন্য  APPS তৈরি  করা হচ্ছে। আর এটিই সব থেকে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা।

তাহলে শুরু করা যাক

প্রথমে আপনাকে একটি  TEXT EDITOR ডাউনলোড  করতে হবে। আপনি আপনার কম্পিউটার এর নোট প্যাড দিয়েও করতে পারবেন। তবে আমার মতে NOTEPAD++  এই কাজের জন্য সব থেকে ভালো হবে। যাদের কাছে NOTEPAD++ নাই তারা ডাউনলোড করে নিন।

নরমাল সফটওয়্যার এর মতই এটাকে ইন্সটল করুন।
সমস্য হলে নিচের ভিডিওটা দেখুন-
এটা একটা FREEWARE তাই কোন PATCH & CREAK লাগবে না।
আর সব থেকে বড় কথা ভিডিও গুলো আমার বানানো নয়। আমি সুধু সম্পুর্ন টিউটরিয়ালটি যোগার করে আপনাদের সামনে উপস্থাপন করছি।
আশা করছি আসন্য ঈদের  আগেই সম্পুর্ন টিউটোরিয়াল আপনাদের সামনে উপস্থাপন করতে পারব।
প্রথম ডিডিওতে আপনাদের জন্য থাকছে HTML  এর পরিচিতি।
বুঝতে কোন সমস্যা হলে টিউমেন্ট করুন অথবা আমার সাথে যোগাযোগ করুন-
Blogger Widgets..