আজকে আপনাদের একটা পদ্ধতি দেখাবো যার মাধ্যমে জিপি সিমে ১ টাকা ব্যবহার করে কিভাবে ১৫ টাকা বোনাস পাওয়া যায়। আপনারা জানেন জিপি সিমে টার্গেট পূরণ অফার চলছে। যার মাধ্যমে টার্গেট পুরণ করার পর প্রতি ১ টাকায় ১ টাকা ফেরত। এখানেই আসল কাজ। আপনি যে সিমে বোনাস নিতে চান, এই সিমের সুপার FNF নাম্বারটা আপনার অন্য সিমের নাম্বারটাকে ব্যবহার করুন।টার্গেট পুরনের পর, যে সিমে বোনাস পেতে ব্যবহার করেছেন।তা থেকে সুপার এফএনএফ করা নাম্বারে কল দিন এবং রিসিভ করুন। ১০ সেকেন্ড হওয়ার আগে কেটে দিন। দেখুন আপনার নাম্বারে ১ টাকা বোনাস যুক্ত হয়েছে। এভাবে আপনি যত খুশি ততবার নিতে পারবেন।
এই বিষয়টা নিয়ে আগে কেউ কোন টিউন করেছে কিনা জানি না। কিন্তু এটা আমি প্রথম বাহির করি। এটি আমার ফেসবুক পেইজে প্রথম টিউন করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমার টিউন পড়ার জন্য।
আমি গুছিয়ে লিখতে পারি না, তাই ভুল হলে ক্ষমা করে দিবেন।
বুঝতে কারও কোনো সমস্যা হলে অথবা কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট করতে পারেন।আমি আমার যথাসাধ্য চেস্টা করব।
বোনাস
0 comments